For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদের বর্ষাকালীন অধিবেশন: একনজরে পেশ হতে যাওয়া গুরুত্বপূর্ণ বিলগুলির তালিকা

সোমবার, ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের (Praliament) বর্ষাকালীন অভিবেশন (Monsoon Session)। যা চলবে ১২ অগাস্ট পর্যন্ত। এই অধিবেশনে সরকারের তরফে ৩২ বিল উত্থাপন করা হবে। লোকসভার সচিবাচলের তালিকা অনুসারে এর মধ্যে রয়েছে

Google Oneindia Bengali News

সোমবার, ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের (Praliament) বর্ষাকালীন অভিবেশন (Monsoon Session)। যা চলবে ১২ অগাস্ট পর্যন্ত। এই অধিবেশনে সরকারের তরফে ৩২ বিল উত্থাপন করা হবে। লোকসভার সচিবাচলের তালিকা অনুসারে এর মধ্যে রয়েছে ২৪ টি নতুন বিল। এদিন লোকসভা ও রাজ্যসভা উভয়েরই অধিবেশন বসবে বেলা ১১ টা থেকে।

সংসদের বর্ষাকালীন অধিবেশন: একনজরে পেশ হতে যাওয়া গুরুত্বপূর্ণ বিলগুলির তালিকা

  • দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিক্যাল বিল ২০২২
  • দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিক্যাল বিল ২০২২-এর লক্ষ্য হল প্রেস অ্যান্ড রেডিস্ট্রেশন অফ বুকস (পিআরবি) অ্যাক্ট ১৮৬৭-র জায়গায় নতুন আইন আনান। প্রস্তাবিত বিলে প্রেস রেজিস্টার জেনারেল স্থাপন এবং ডিজিটাল মিডিয়াকে এর পরিধিতে আনার কথা বলা হয়েছে। এখনও পর্যন্ত দেশে নিউজ পোর্টালগুলির নথিভুক্তির কোনও ব্যবস্থা নেই।
  • বন (সংরক্ষণ) সংশোধনী বিল, ২০২২
  • এই বিল বন (সংরক্ষণ) আইন, ১৯৮০-কে সংশোধন করবে। আইনের অধীন অনুমোদনের প্রক্রিয়াকে সহজতর করতে এই বিল আনা হয়েছে।
  • ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোড(সংশোধনী) বিল ২০২২
  • বিলটির লক্ষ্য হল ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোড বিল ২০১৬কে সংশোধন করা।
  • খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ ) সংশোধনী বিল ২০২২
  • এই বিলে নীতি সংস্কার আনার জন্য এবং ব্যবসা করার সুবিধার উন্নতি করার জন্য খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ ) আইন ১৯৫৭ সংশোধন করায
  • ক্যান্টনমেন্ট বিল, ২০২২
  • এই বিলের লক্ষ্য হল সারা দেশের পুরসভারগুলির মধ্যে সারিবদ্ধভাবে বৃহত্তর উন্নয়নমূলক লক্ষ্য আর্জনের জন্য ক্যান্টনমেন্টের প্রসাসনে কাজ করা।
  • প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক সাইট সংশোধনী বিল ২০২২
  • এই বিলের উদ্দেশ্য হল সুরক্ষিত স্মৃতিস্তম্ভগুলির চারপাশে ১০০ মিটার নিষিদ্ধ এলাকায় নির্মাণের জন্য বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নেবে।
  • তফশিলি উপজাতি আদেশ সংশোধন বিল ২০২২
  • তামিলনাড়ুতে উপজাতিদের তালিকা সংশোধন এবং ছত্তিশদড়ে তফশিলি জাতি ও উপজাতি তালিকা সংশোধনের জন্য দুটি পৃথ বিল পেশ করা হবে।

এছাড়াও রয়েছে

  • কফি প্রচার ও উন্নয়ন বিল ২০২২
  • দ্য ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রাইজেস অ্যান্ড সার্ভিসেস হাম বিল ২০২২
  • বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি সংশোধন বিল ২০২২
  • পণ্যের ভৌগলিক নিবন্ধন ও সুরক্ষা সংশোধনী বিল ২০২২
  • গুদামজাতকরণ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২২
  • প্রতিযোদিতা সংশোধনী বিল ২০২২
  • কালক্ষেত্র ফাউন্ডেশন সংশোধনী বিল ২০২২
  • পারিবারিক আদালত সংশোধনী বিল ২০২২
  • পুরাতন অনুদান নিয়ন্ত্রণ বিল ২০২২
  • জাতীয় ডেন্টাল কমিশন বিল ২০২২
  • শক্তি সংরক্ষণ সংশোধনী বিল ২০২২
  • জাতীয় নার্সিং এবং মিডওয়াইফারি কমিশন বিল ২০২২
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংশোধনী বিল ২০২২
  • ব্যক্তি পাচার সুরক্ষা, যত্ন ও পুনর্বাসন বিল ২০২২
  • এছাড়া তেলেঙ্গানার কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় বিল ন্যাশনাল রেল ট্রান্সপোর্ট ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পেশ করা হবে।

ভোর থেকে উত্তরবঙ্গের ৪ জেলায় বৃষ্টি শুরু, সতর্কবার্তা আবহাওয়া দফতরের! দক্ষিণবঙ্গে কখনও রোদ-কখনও মেঘলা আকাশভোর থেকে উত্তরবঙ্গের ৪ জেলায় বৃষ্টি শুরু, সতর্কবার্তা আবহাওয়া দফতরের! দক্ষিণবঙ্গে কখনও রোদ-কখনও মেঘলা আকাশ

English summary
Modi Govt will introduce key bills in in monsoon Session of Parliament 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X