For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য উপহার! ঘোষণার অপেক্ষায় মোদী সরকার

নভেম্বর থেকে নতুন হারে মহার্ঘ্যভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Govt Employees)। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুন বছরের শুরু থেকে আরও এক ভাতা পাওয়ার অপেক্ষায়। প্রকাশিত খবর অনুযায়ী, নরেন্দ্র মোদীর (Naren

  • |
Google Oneindia Bengali News

নভেম্বর থেকে নতুন হারে মহার্ঘ্যভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Govt Employees)। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুন বছরের শুরু থেকে আরও এক ভাতা পাওয়ার অপেক্ষায়। প্রকাশিত খবর অনুযায়ী, নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার ২০২২-এর জানুয়ারি থেকে কর্মীদের বাড়িভাড়া ভাতা (HRA) বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে।

অর্থমন্ত্রক পরিকল্পনা করেছে

অর্থমন্ত্রক পরিকল্পনা করেছে

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অর্থমন্ত্রকের তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ব্যাপারে পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে ১১.৫৬ লক্ষ রেলকর্মীরও। তবে রেলকর্মীদের ক্ষেত্রে এই প্রস্তাব রেলবোর্ডের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রেলকর্মীদের তরফে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি

রেলকর্মীদের তরফে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি

এটা উল্লেখ করা যেতে পারে, সপ্তম বেতন কমিশনের সুপারিষ অনুযায়ী, ভারতীয় রেলের টেকনিক্যাল সুপার ভাইসর অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ফেডারেশন অফ রেলওয়েমেন ২০২১-এর জানুয়ারি থেকেই বাড়তি বাড়িভাড়া ভাতার দাবি করেছিল। বর্ধিত বাড়িভাড়া ভাতা বেতনের সঙ্গে যুক্ত হলে, তা অনেকটাই হবে। সবমিলিয়ে বাড়বে বেতনের পরিমাণ।

সপ্তম বেতন কমিশনে বাড়িভাড়া ভাতার হিসেব

সপ্তম বেতন কমিশনে বাড়িভাড়া ভাতার হিসেব

সপ্তম বেতন কমিশনে দেশের শহরগুলিতে x,y, z এই তিনভাগে ভাগ করা হয়েছে। বর্তমানে বাড়ি ভাড়া ভাতার পরিমাণ, যথাক্রমে ২৪%, ১৬% এবং ৮% শতাংশ। অন্যদিকে বাড়িভাড়া ভাতা কোনওভাবেই শহরগুলির নিরিথে ৫৪০০, ৩৬০০ এবং ১৮০০ টাকার কম হবে না। যার হিসেব ধরা হবে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকার ওপরে। এবার সেই হিসেব যথাক্রমে ৩০%, ২০% এবং ১০% করে হওয়ার কথা। যেসব শহরের জনসংখ্যা ৫০ লক্ষের ওপরে, সেইসব শহর x ক্যাটেগরি পড়ে।

বেতন কমিশনের সুপারিশ এবং সরকারি সিদ্ধান্ত

বেতন কমিশনের সুপারিশ এবং সরকারি সিদ্ধান্ত

প্রসঙ্গত সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়িভাড়া ভাতা পরিবর্তিত হবে মহার্ঘ্যভাতা যথাক্রমে ৫০% এবং ১০০% বৃদ্ধির পরে। পরে সরকারি তরফ থেকে তা কমিয়ে ২৫% এবং ৫০% করা হয়।

পুরভোটের কমিটিতেও বিভ্রান্তি গেরুয়া শিবিরে! শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়া নেতার দাবি, তৃণমূলে আছেনপুরভোটের কমিটিতেও বিভ্রান্তি গেরুয়া শিবিরে! শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়া নেতার দাবি, তৃণমূলে আছেন

English summary
As decided in 7th Pay Commission Modi Govt likely to take decision to increase HRA of Central Govt Employees from January 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X