For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৭ তেই মিসাইলের সঙ্গে pegasus কেনে মোদী সরকার! ফাঁস 'গোপন' রিপোর্ট

গত বছর পেগাসাস ইস্যুতে চরম বিতর্কে পড়তে হয়েছে মোদী সরকারকে। একাধিক ব্যক্তিত্বের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে। সেই তালিকায় বিচারপতি থেকে শুরু করে খোদ মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও ছিলেন বলে ফাঁস

  • |
Google Oneindia Bengali News

গত বছর পেগাসাস ইস্যুতে চরম বিতর্কে পড়তে হয়েছে মোদী সরকারকে। একাধিক ব্যক্তিত্বের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে। সেই তালিকায় বিচারপতি থেকে শুরু করে খোদ মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও ছিলেন বলে ফাঁস হয় তথ্য।

ফাঁস গোপন রিপোর্ট

এমনকি তালিকায় রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ নেতারাও ছিলেন। বিশেষ করে বাংলায় বিধানসভা নির্বাচন চলাকালীন অভিষেকের পাশাপাশি প্রশান্ত কিশোরের ফোন ট্যাপ করা হয়েছিল বলেও তথ্য সামনে আসে।

যদিও এহেন অভিযোগ কেন্দ্রের তরফে সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়। আর এই বিতর্কের মধ্যে সাম্প্রতিক একটি রিপোর্ট ঘিরে নয়া বিতর্ক। প্রকাশিত সেই রিপোর্ট বলছে, ভারত সরকার ইজরায়েল থেকে ২০১৭ সালে একটি বড় সামরিক ডিলের মধ্যেই মিসাইল ছাড়াও পেগাসাসও কিনেছিল।

আর এই ডিল 2 বিলিয়ন ডলারের ছিল বলেও বিস্ফোরক দাবি করা হয়েছে। সম্প্রতি The New York Times-এর একটি প্রতিবেদনে এহেন বিস্ফোরক তথ্য সামনে আনা হয়েছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে যে, Federal Bureau of Investigation এই স্পাইওয়ার কিনেছিল। শুধু তাই নয়, পরীক্ষা করেছিল তাঁরা। প্রকাশিত খবরে এই স্পাইওয়্যার সফটওয়্যারকে কীভাবে গ্লোবালি ব্যবহার করা হয়েছে তা তুলে ধরা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রক একটি চুক্তিতে এই পেগাসাস পোলান্ড, হাঙ্গেরি এবং ভারত সহ আরও বেশ কয়েকটি দেশকেও বিক্রি করেছে। এমনটাই দাবি The New York Times-এর ওই প্রতিবেদনে।

ওই খবরে ২০১৭ সালের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ইজরায়েল সফরের কথা তুলে ধরা হয়েছে। আর সেই সময়ে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী দুই বিলিয়ন ডলারের সমরাস্ত্র এবং ইন্টেলিজেন্স গিয়ার প্যাকেজ চুক্তি করতে সহমত হয়েছিলেন। এতে মিসাইল ছাড়াও ছিল পেগাসাসের মতো স্পাই সফটওয়্যার।

আর এই তথ্য সামনে আসার পরেই নতুন করে পেগাসাস ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছে। তাহলে কি সত্যিই নজরদারি হয়েছে? রাজনৈতিকমহলের মতে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে খেলা আরও একবার ঘুরতে চলেছে।

The New York Times- তাঁদের প্রকাশিত প্রতিবেদনে লিখছে, মোদীর ইজরায়েল সফর খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই পিএম মোদী এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুকে সে দেশের একটি সমুদ্রতটে ঘুরতে দেখা যায়। আর সেই সময়ে এই চুক্তি দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে হয়েছিল বলে দাবি।

যদিও এই চুক্তি নিয়ে কোনও কথায় ভারত এবং ইজরায়েল বলতে চায় না বলেও দাবি করা হয়েছে ওই প্রকাশিত খবরে। কারন এই ঘটনার পর ভারত সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এমন কোনও স্পাই সফটওয়্যার কখনও কেনেনি মোদী সরকার। কার্যত একই বক্তব্য শোনা গিয়েছে ইজরায়েল সরকারের তরফে।

প্রকাশিত খবরে দাবি, সম্ভবত নিরাপত্তার কারনেই এই বিষয়ে দুই দেশই মুখ খুলতে নারাজ বলে দাবি।

বলে রাখা প্রয়োজন, পেগাসাস ভয়ঙ্কর একটি স্পাই সফটওয়্যার। আর এটি বানিয়েছে ইজরায়েলের সংস্থা NSO Group। এই সফটওয়্যার শুধু সরকারকেই বিক্রি করা যায়। কোনও সাধারণ মানুষ এটি পেতে পারেন না।

English summary
Modi govt bought pegasus with other arms, claims The New York Times report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X