For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী ফিরছেন ক্ষমতায়, শক্তি বাড়ছে রাহুলেরও, টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় ইঙ্গিত

টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষাতেও বিজেপির জন্য সুখবর এল। লোকসভা নির্বাচনের আগে এই সমীক্ষা রিপোর্ট ফের মোদী ঝড়ের ইঙ্গিত দিল।

Google Oneindia Bengali News

টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষাতেও বিজেপির জন্য সুখবর এল। লোকসভা নির্বাচনের আগে এই সমীক্ষা রিপোর্ট ফের মোদী ঝড়ের ইঙ্গিত দিল। তাদের সমীক্ষা অনুযায়ী ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। বিজেপি এককভাবে না পারলেও এনডিএ এবারও ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে বলে ইঙ্গিত জনমত সমীক্ষায়। তবে প্রথম সমীক্ষার থেকে দ্বিতীয় সমীক্ষা আসন কমছে এনডিএর।

দ্বিতীয় সমীক্ষায় কে কটা আসন

দ্বিতীয় সমীক্ষায় কে কটা আসন

টাইমস নাউয়ের দ্বিতীয় জনমত সমীক্ষা অনুযায়ী এনডিএ পাচ্ছে ২৭৯ আসন। ইউপিএ পাবে ১৪৯টি আসন। আর অন্যান্যরা পাবে ১১৫টি। দ্বিতীয় সমীক্ষাও এনডিএ পক্ষে রায় দিয়েছে ঠিকই, তবে একইসঙ্গে আভাস দিয়েছে প্রথম সমীক্ষার থেকে ইউপিএ বাড়ছে। এনডিএ-র মতো কমছে অন্যান্যরাও।

প্রথম সমীক্ষায় কার ঝুলিতে ক’টা

প্রথম সমীক্ষায় কার ঝুলিতে ক’টা

টাইমস নাউ-ভিএমআরের প্রথম সমীক্ষা এনডিএকে দিয়েছিল ২৮৩ আসন। ইউপিএ ১৩৫। আর অন্যান্যরা থেমে যাচ্ছিল ১২৫-এ। দেশের ক্ষমতা হস্তান্তরের সমস্ত সম্ভাবনাকে জলাঞ্জলি দিয়েছিল এই সমীক্ষা। দ্বিতীয় সমীক্ষাতেও একই আভাস দিল টাইমস নাউ।

গতবারের ফল

গতবারের ফল

গতবার অর্থাৎ ২০১৪-য় এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। ইউপিএ পেয়েছিল মাত্র ৬০টি। আর অন্যান্যদের দখলে গিয়েছিল ১৪৭টি আসন। এনডিএর ৩৩৬টির মধ্যে বিজেপি একাই ২৮৩টি আসন দখল করেছিল। আর ইউপিএর ৬০-এর মধ্যে কংগ্রেস একা ৪৪।

গতবারের সঙ্গে তুলনায়

গতবারের সঙ্গে তুলনায়

টাইমস নাউের সমীক্ষা মিলে গেলে ২০১৪-র সঙ্গে তুলনায় একমাত্র ইউপিএ-র আসন সংখ্যা বাড়ছে। ইউপিএ এক লাফে ৮৯টি আসন বাড়াতে সমর্থ হচ্ছে। সেখানে এনডিএ-র আসন কমছে ৫৭টি। আর অন্যান্যরাও ৩২টি আসন কম পাচ্ছে।

[আরও পড়ুন:তৃণমূলের হাতেই বাংলার দখল, একটু কমছে বিজেপি! টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় আভাস ][আরও পড়ুন:তৃণমূলের হাতেই বাংলার দখল, একটু কমছে বিজেপি! টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় আভাস ]

একক সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় মোদী

একক সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় মোদী

লোকসভা ভোটের প্রাক্কালে টাইমস নাউয়ের জনমত সমীক্ষায় উঠে এল মোদী ফের ফিরছেন ক্ষমতায়। দিল্লির কুর্সিতে তিনি বসছেন প্রাধান্য নিয়েই। একইসঙ্গে এবার প্রকৃত বিরোধী হয়ে ফিরছে কংগ্রেস। ইউপিএ জোট এবার ২০১৪-র তুলনায় অনেক ভালো ফল করতে চলেছে বলেও ইঙ্গিত দ্বিতীয় সমীক্ষায়। ইউনাইটেড ফ্রন্ট শোচনীয় ব্যর্থ।

[আরও পড়ুন: বুয়া-ভাতিজার জোটকে উড়িয়ে দেবে বিজেপি! টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় আভাস ][আরও পড়ুন: বুয়া-ভাতিজার জোটকে উড়িয়ে দেবে বিজেপি! টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় আভাস ]

English summary
Modi can return in power but Congress increases strength in Lok Sabha Election 2019. Times Now second opinion poll indicates that,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X