For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশব্যাপী স্বাস্থ্য পরিষেবায় নজর, আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনায় অনুমোদন মোদী ক্যাবিনেটের

দেশব্যাপী স্বাস্থ্য পরিষেবায় নজর, আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনায় অনুমোদন মোদী ক্যাবিনেটের

  • |
Google Oneindia Bengali News

করোনা মহামারী দেখিয়ে দিয়েছে দেশের স্বাস্থ্য পরিষেবার হাল। তবে গত দেড় বছরের বেশি সময়ে পরিস্থিতির মোকাবিলায় স্বাস্থ্যে ঘাটতি কিছুটা মিটেছে। তবে সেই ঘাটতি মেটাতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনায় (atmanirbhar swastha bharat yojana) অনুমোদন দিয়েছে মোদীর (narendra modi) ক্যাবিনেট। সূত্রের খবর অনুযায়ী, বুধবার ক্যাবিনেটের (cabinet) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণায় ছিল এই প্রকল্পের কথা

বাজেট ঘোষণায় ছিল এই প্রকল্পের কথা

আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনায় দেশের প্রতিটি জেলায় ৩৩৮২ টি ব্লকে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব গড়ে তোলা হবে। যার জন্য খরচ ধরা হয়েছে ৬৪ হাজার কোটি টাকা। ২০২১-২২ সালের বাজেটে এই প্রকল্পের কথা বলা হয়েছিল। পাশাপাশি বলা হয়েছিল পরবর্তী ছয়বছরে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে এই প্রকল্প কার্যকর করা হবে। ন্যাশনাল হেলথ মিশনের কাজের বাইরে গিয়ে এই কাজ করা হবে।

গড়ে তোলা হবে হেলথ ল্যাব

গড়ে তোলা হবে হেলথ ল্যাব

১) ১০ টি রাজ্যে ১৭,৭৮৮ টি রুরাল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার গড়ে তোলা হবে।
২) সবকটি রাজ্যে ১১,০২৪ টি আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার গড়ে তোলা হবে।
৩) দেশের সবকটি জেলায় এবং ৩৩৮২ টি ব্লকে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব গড়ে তোলা হবে।

হাসপাতালে পরিষেবার উন্নতি

হাসপাতালে পরিষেবার উন্নতি

১) ৬০২ টি জেলা এবং ১২ টি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে ক্রিটিক্যাল কেয়ার ব্লক গড়ে তোলা হবে।
২) ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে শক্তিশালী করা হবে। এর পাঁচটি আঞ্চলিক শাখা গড়ে তোলা হবে। পাশাপাশি ২০ টি নজরদারি ইউনিটে গড়ে তোলা হবে।
৩) পাবলিক হেলথ ল্যাবগুলির সঙ্গে সবকটি রাজ্য এ কেন্দ্রশাসিত অঞ্চলের ইন্টিগ্রেটেড হেলথ ইনফর্মেশন পোর্টালের সংযোগ করা হবে।

তৈরি করা হবে উন্নতমানের গবেষণাগার

তৈরি করা হবে উন্নতমানের গবেষণাগার

১) ১৭ টি নতুন পাবলিক হেলথ ইউনিটকে কার্যকরী করে তোলা হবে এবং ৩৩ টি পাবলিক হেলথ ইউনিটকে শক্তিশালী করা হবে। যেগুলি ৩২ টি এয়ারপোর্ট, ১১ টি সমুদ্র বন্দর এবং ৭ টি ল্যান্ড ক্রসিং-এ রয়েছে।
২) ১৫ টি হেলথ এমারজেন্সি অপারেশন সেন্টার এবং ২ টি মোবাইল হাসপাতাল গড়ে তোলা হবে।
৩) স্বাস্থ্য বিষয়ক আরও একটি জাতীয় কেন্দ্র গড়ে তোলা হবে। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়াও ৯ টি বায়োসেফটি লেভেল থ্রি ল্যাব এবং ৪ টি আঞ্চলিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি গড়ে তোলা হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
To establish integrated health labs in all districts and 3382 blocks Modi cabinet gives nod to atmanirbhar swastha bharat yojana for Rs 64000 crore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X