For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে জনসভায় নীতিশকুমার ও কেন্দ্রকে তোপ মোদীর

Google Oneindia Bengali News

ছত্তিশগড়ে জনসভায় নীতিশকুমার ও কেন্দ্রকে তোপ মোদীর
জগদলপুর (ছত্তিশগড়), ৭ নভেম্বর : পাটনার ধারাবাহিক বিস্ফোরণের পরও কেন্দ্র ও বিহার সরকারের কোনও ভ্রুক্ষেপই নেই। বৃহস্পতিবার ছত্তিশগড়ে র সভায় বক্তৃতা দিতে উঠে এভাবেই কেন্দ্র ও নীতিশ সরকারকে তোপ দাগলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। টেনে আনলেন বাস্তর এ জঙ্গি হামলার প্রসঙ্গও।

এদিন নরেন্দ্র মোদী বলেন, গত মে মাসে ছত্তিশগড়ে জঙ্গি হামলায় কংগ্রেস নেতার মৃত্যুকে সামনে এনে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে ছত্তিশগড়ের কংগ্রেস নেতৃত্ব। ছত্তিশগড়ের নক্সাল হামলায় কংগ্রেস নেতার মৃত্যুর প্রসঙ্গ টেনে যে পাটনাতে বিজেপির সভায় জঙ্গি হামলার একটা তুলনা মোদী টানতে চাইছেন তা স্পষ্ট। বিষয়টিকে আরও প্রত্যক্ষ করতে মোদীর মন্তব্য, ছত্তিশগড়ে এই ঘটনার পরে নিজের সমস্ত কাজ বাতিল করে পীড়িতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং। কিন্তু বিপরীতে পাটনা বিস্ফোরণের পর বিহারের মুখ্যমন্ত্রীর শরীরি ভাষা বোঝাচ্ছিল এমন কিছুই ঘটেনি। এই প্রসঙ্গেই নীতিশকুমারকে 'অহঙ্কারি নেতা' বলে মন্তব্য করেন মোদী।

এদিনের সভায় নীতিশ সরকারের পাশাপাশি কেন্দ্রেরও কড়া সমালোচনা করেন মোদী। তিনি বলেন, এইপিএ সরকারের ক্ষমতাকালে উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায় প্রবলভাবে উপেক্ষিত হয়েছে। তারা নিরাপত্তার অভাবে ভুগছেন বলেও মন্তব্য করেন মোদী।

বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য ছত্তিশগড়ের জনসাধারণকে ধন্যবাদ জানান মোদী। একইসঙ্গে কেন্দ্রের নিন্দা করে তিনি বলেন, এ রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসলে ধ্বংস অনিবার্য ছিল। কংগ্রেস ক্ষমতায় আছে বলে উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এখনও গরীবেরই রাজ্য রয়ে গিয়েছে, যেখানে বিজেপির নেতৃত্বে ছত্তিশগড় উন্নয়নের মুখ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

English summary
Modi blast upon central and Nitish-govt in Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X