ক্রিকেট ব্যাট হাতে কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে! পেটালেন পুর আধিকারিকদের, ভিডিও হল ভাইরাল
ক্রিকেট ব্যাট হাতে পুর আধিকারিকদের পেটাতে নেমে পড়ছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক। তিনি যেসে বিধায়ক নন। বাবা কৈলাস বিজয়বর্গীয় বিজেপির কেন্দ্রীয় নেতা। সংগঠনের কাজে তাঁকে অনেকটা সময় কাটাতে হয় পশ্চিমবঙ্গে। এসম্পর্কে বিজেপির বক্তব্য এখনও পাওয়া যায়নি।
|
ব্যাট হাতে বিজেপি কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে
কিংকর্তব্য বিমূঢ় বিজেপি নেতৃত্ব। সবে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায়। আর মধ্যপ্রদেশে কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললেও, বিধায়কের কর্মকাণ্ডে কিংকর্তব্য বিমূঢ়। এদিন ক্রিকেট ব্যাট হাতে পুরআধিকারিকদের পেটাতে নেমে পড়েন প্রভাবশালী বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে আকাশ। প্রকাশিত খবর অনুযায়ী, শহরের গঞ্জী কম্পাউন্ড এেলাকায় বেদখল হওয়া জমি উদ্ধারে নেমেছিল ইন্দোর পুরসভার। অভিযানে যাওয়া পুর আধিকারিকদের ব্যাট দিয়ে পেটাতে দেখা যায় আকাশকে।
|
সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা
সরকারি কর্মীদের ওপর হামলার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। যদিও নিজের কাজের সাফাই দিয়েছেন তিনি।

এবারই প্রথম নয়
কৈলাস বিজয়বর্গীয়ের ছেলের এই ধরনের আচরণ এবারই প্রথম নয়। এমাসের প্রথমের দিকে হেডলাইনে এসেছিলেন আকাশ। অনুমতি ছাড়াই ইন্দোরে বিক্ষোভ দেখানোর অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে।