For Quick Alerts
For Daily Alerts
করোনা সংক্রমণ প্রতিরোধে মিজোরামে আরও ২ সপ্তাহের জন্য লকডাউন জারি
দেশজুড়ে লকডাউন যখন শেষ, ঠিক তখনই মিজোরাম সরকার আরও ২ সপ্তাহের লকডাউনের কথা ঘোষণা করল সোমবার। রাজ্য সরকার জানিয়েছে, ৯ জুন থেকে এই লকডাউন শুরু হবে যা চলবে ২ সপ্তাহ। করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধেই সরকারের এই সিদ্ধান্ত। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথঙ্গার সভাপতিত্বে একটি আলোচনা সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, রাজ্য সরকার সোমবারের মধ্যেই লকডাউনের নির্দেশিকাটি অবহিত করবে। এ রাজ্যে আটটি নতুন কেস সনাক্ত হওয়ার পর করোনা ভাইরাস কেসের সংখ্যা মোট ৪২–এ পৌঁছেছে। ওই আটজন সম্প্রতি দিল্লি থেকে ফিরেছিলেন এবং তারপর থেকেই তাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন।

আনলক পর্বে করোনা নিয়ে হাল্কা মনোভাব কেন? সতর্ক হোন, বার্তা রাজ্যপালের
ভারতে কোভিড–১৯–এ মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭,১৩৫ ও করোনা সংক্রমণ বেড়েছে ২,৫৬,৬১১। ভারতে একদিনে মৃত্যু হয়েছে ২০৬ জনের ও নতুন সংক্রমণ সনাক্ত হয়েছে ৯,৯৮৩টি।