For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিখোঁজ বাঙালি নৃতত্ত্ববিদ আত্রেয়ী উদ্ধার হলেন ভিন রাজ্যের হোটেল থেকে! ঘনীভূত হচ্ছে রহস্য

বাঙালি নৃতত্ববিদ আত্রেয়ী মজুমদার বহু দিন ধরেই নিখোঁজ ছিলেন। বেঙ্গালুরু নিবাসী এই মেধাবী মহিলাকে এদিন ওই শহরের এমজি রোডের এক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বাঙালি নৃতত্ববিদ আত্রেয়ী মজুমদার বহু দিন ধরেই নিখোঁজ ছিলেন। বেঙ্গালুরু নিবাসী এই মেধাবী মহিলাকে এদিন ওই শহরের এমজি রোডের এক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। এমজি রোডের তাজ ভিভান্তা হোটেলে আত্রেয়ীকে উদ্ধার করা ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য।

নিখোঁজ বাঙালি নৃতত্ত্ববিদ আত্রেয়ী উদ্ধার হলেন ভিন রাজ্যের হোটেল থেকে! ঘনীভূত হচ্ছে রহস্য

[আরও পড়ুন: 'গুলি করে নগ্ন দেহটাকে ঝুলিয়ে ভিডিও কর', পড়ুন কলকাতার বুকে নিগৃহীত চিত্রসাংবাদিকের বয়ান ][আরও পড়ুন: 'গুলি করে নগ্ন দেহটাকে ঝুলিয়ে ভিডিও কর', পড়ুন কলকাতার বুকে নিগৃহীত চিত্রসাংবাদিকের বয়ান ]

গত ৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন আত্রেয়ী। বর্তমানে তিনি নৃতত্ত্বে পোস্ট ডক্টোরাল ফেলোশিপ-এ রয়েছেন। কিছুদিন আগেই তিনি টোরন্টো থেকে ফিরেছেন বেঙ্গালোরে। তাররপ থেকেই এই নিখোঁজ হওয়ার কথা শোনা যায়। নিখোঁজ হওয়ার আগে এই বেঙ্গালুরু নিবাসী মহিলা বিভিন্ন হোটেলে থেকেছেন বলে খবর। গত ৬ এপ্রিল তাঁকে নোভোটেল হোটোলে দেখা যায়। সিসিটিভি ফুটেজ বলছে তাঁর সঙ্গে কেউই ছিলেন না। ৩৫ বছরের এই মেধাবীর নিখোঁজ তত্ত্ব নিয়ে বেশ কিছুটা ধন্দ্বে পুলিশ।

জানা গিয়েছে , ৪ এপ্রিল আত্রেয়ী বেঙ্গালুরুর মারাথাল্লির বাড়িতে ফিরলে , তাঁকে দেখে স্বভাবতই খুশি ছিলেন তাঁর বাবা মা। সেদিন রাতে নিজের ঘরেই ঘুমোন আত্রেয়ী। যার কিথুক্ষণ পর নিজের পার্স নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যান আত্রেয়ী। এরপর থেকে তাঁর বন্ধুবান্ধব আত্মীয়দের নিয়ে খোঁজ তল্লাশি শুরু করে পুলিশ।

English summary
Missing Bengali Anthropologist Atreyee Majumdar Found in Bengaluru Hotel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X