For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামায় জঙ্গি হামলায় কেন্দ্রের নোটিস, বেসরকারি চ্যানেলগুলোর উপরে নজরদারি

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার জেরে 'অ্যাডভাইসারি' জারি করল কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে এই অ্যাডভাইসারি জারি করা হয়েছে। মন্ত্রকের ডিরেক্টর অমিত কাটোচ এই 'অ্যাডভাইসারি' জারি করেছেন

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার জেরে 'অ্যাডভাইসারি' জারি করল কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে এই অ্যাডভাইসারি জারি করা হয়েছে। মন্ত্রকের ডিরেক্টর অমিত কাটোচ এই 'অ্যাডভাইসারি' জারি করেছেন। এতে জঙ্গি হামলার খবর যাতে যথাযথভাবে পরিবেশন করা হয় তার পরামর্শ দেওয়া হয়েছে।

আত্মঘাতী জঙ্গি হামলার খবর সম্প্রচারে কেন্দ্রের নির্দেশ

পরামর্শপত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে, 'অতিতেও বহু ঘটনায় এমন অ্যাডভাইসারি বেসরকারি চ্যানেলগুলোর উদ্দেশে জারি করা হয়েছে যারা তথ্য পরিবেশনের ক্ষেত্রে প্রোগ্রাম ও অ্য়াডভাটাইজিং-এ কেবল টেলিভিশন (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৯৫ এবং দ্য রুলস মেনে চলেন।' এর সঙ্গে এই পরামর্শপত্রে এটাও উল্লেখ করা হয়েছে যে জঙ্গি হামলার ঘটনায় সমস্ত টিভি চ্যানেগুলো পরামর্শ দেওয়া হচ্ছে যে এমন কিছু তথ্য বা ছবি তারা যেন পরিবেশন না করেন যা হিংসার উদ্রেক করবে বা দেশ-বিরোধী মানসিকতার জন্ম দেবে। প্রতিটি চ্যানেলকেই এই বিষয়টি কার্যক্ষেত্রে মনে রাখার পরামর্শও দেওয়া হয়েছে এতে।

২০০৮ সালে মুম্বই হামলায় সেনা অভিযানের তথ্য ও ছবি সরাসরি টিভি-র পর্দায় তুলে ধরা হয়েছিল। এতে আগে থেকেই সতর্ক হয়ে যাচ্ছিল জঙ্গিরা। কারণ পাকিস্তানে বসে থাকা তাদের লোকেরা টিভি চ্যানেলের খবর দেখে স্যাট-ফোন মাধ্যমে জঙ্গিদেরকে সমস্ত তথ্য সরবরাহ করা হয়েছিল। এরপর থেকেই জঙ্গি হামলার খবর পরিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে বেশকিছু পরামর্শ জারি করা হয় বেসরকারি চ্যানেলগুলিকে।

এদিকে, এখন পর্যন্ত যা খবর তাতে পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। জখম ৪০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ৯.১৫টা মিনিটে দিল্লিতে জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে।

English summary
Government has issued a notice to all private channel on not to contain any content or images which can incite the violence or generates anti-national feeling.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X