For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর প্রদেশে দুর্গাপুজোয় একটুকরো কলকাতা যেন উঠে আসে এই জায়গাটিতে

আর মাঝে মাত্র একটা সপ্তাহ। তারপরই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে চলেছে। বছরের সবচেয়ে বড় উৎসব ঘিরে ক্রমেই চড়ছে শহর কলকাতার উত্তেজনার পারদ।

  • |
Google Oneindia Bengali News

আর মাঝে মাত্র একটা সপ্তাহ। তারপরই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে চলেছে। বছরের সবচেয়ে বড় উৎসব ঘিরে ক্রমেই চড়ছে শহর কলকাতার উত্তেজনার পারদ। কিন্তু এই শহর থেকে বহু দূরে উত্তরপ্রদেশের বুকে সুলতানপুরে আর কিছুদিন পর থেকে ধরা দেবে একটুকরো কলকাতা!

উত্তর প্রদেশে দুর্গাপুজোয় একটুকরো কলকাতা যেন উঠে আসে এই জায়গাটিতে

সুলতানপুরের একটা ছোট্ট চত্বর জুড়ে এই সময়ে দেখা যায় ১০০ টি দুর্গাপ্রতিমা। দেখে মনে হতেই পারে, বোধ হয় কোনও ভবানীপুর কিংবা কালীঘাটে এসে পড়েছেন আপনি! ১৯৫৯ সাল থেকে সুলতানপুরে দূর্গাপুজোর চল রয়েছে। বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে আয়োজন করা হয় দূর্গাপুজোর। এখানের ঠাকুর থাকেন ১৪ দিন ধরে। কোনও কোনও জায়গায় তার চেয়েও বেশিদিন ধরে থাকেন উমা।

উত্তর প্রদেশে দুর্গাপুজোয় একটুকরো কলকাতা যেন উঠে আসে এই জায়গাটিতে

এলাকার বহু বয়ঃজ্যেষ্ঠের মতে , এই জায়গাতেই দানব মধুকৈটবকে হত্যা করেন মা দুর্গা। এখানের পুজো ৫৭ বছরের পুরনো হলেও, পৌরাণিক কাহিনির গুরুত্বে এই এলাকার দুর্গাপুজো ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে। এবছরও দুর্গাপুজো ঘিরে ক্রমেই সাজোসাজো রব সুলতানপুরে।

English summary
Goddess Durga is believed to arrive for her annual stay un UP's Sultanpur district, Durga enjoys an extended stay.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X