For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনিপুরে সেনার কনভয়ে জঙ্গি হামলা, কমান্ডিং অফিসার-সহ সাতজনের মৃত্যু

উত্তর-পূর্বে রাজ্য মনিপুরের চূড়াচাঁদপুরে সেনার (Army) কনভয়ের ওপরে জঙ্গি (militant) হামলা। কনভয়ে কমান্ডিং অফিসার (commanding officer), তাঁর পরিবারের সদস্য এবং অন্য জওয়ানরা ছিলেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কমান্ডিং অফিসা

  • |
Google Oneindia Bengali News

উত্তর-পূর্বে রাজ্য মনিপুরের চূড়াচাঁদপুরে সেনার (Army) কনভয়ের ওপরে জঙ্গি (militant) হামলা। কনভয়ে কমান্ডিং অফিসার (commanding officer), তাঁর পরিবারের সদস্য এবং অন্য জওয়ানরা ছিলেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কমান্ডিং অফিসার-সহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হামলার খবর পাওয়ার পরেই সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা।

 কমান্ডিং অফিসার ও পরিবারের সদস্যদের মৃত্যু

কমান্ডিং অফিসার ও পরিবারের সদস্যদের মৃত্যু

৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী স্ত্রী, পুত্র-সহ কিউআরটি টিমের সঙ্গে যাচ্ছিলেন। বেলা ১০ নাগাদ মিয়ানমার সীমানা সংলগ্ন চূড়াচাঁদপুর জেলার সিঙ্ঘট মহকুমার এস সেকেন গ্রামে এই হামলা চলে। বিপ্লব ত্রিপাঠী, তাঁর স্ত্রী ও পুত্রে মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকিদের নিয়ে যাওয়া হয় বেহিয়াং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হামলায় মৃতের সংখ্যা সঠিকভাবে জানা না গেগেও, বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে, এই জঙ্গি হামলায় কিউআরটি টিমের তিন জওয়ানেরও মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে অসম রাইফেলসের জওয়ানরা জবাব দিলেও, জঙ্গিদের হতাহতের খবর এখনও পরিষ্কারভাবে পাওয়া যায়নি।

 প্রত্যন্ত এলাকায় হামলা

প্রত্যন্ত এলাকায় হামলা

এবারই প্রথম, মনিপুরের প্রত্যন্ত এলাকা চালানো জঙ্গি হামলায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যে জায়গায় এদিন হামলা হয়েছে, তা পনিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ১০০ কিমি উত্তরে। মনিপুর-সহ উত্তর-পূর্বে বিভিন্ন রাজ্যে অনেক জঙ্গি সংগঠন রয়েছে। তারা সেখানে স্বাধীনতার নামে লড়াই চালাচ্ছে। ২০১৫ সালে এমনই এক হামলায় ২০ জন সেনার মৃত্যু হয়েছিল।

 ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী

ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী

এদিনের জঙ্গি হামলার নিন্দা করেছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানিয়েছেন, রাজ্যের পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। হামলাকারীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

সন্দেহ পিএলএ-এর দিকে

সন্দেহ পিএলএ-এর দিকে

প্রাথমিকভাবে এই হামলায় মনিপুরের পিপলস লিবারেশন আর্মিকে সন্দেহ করা হচ্ছে। যদিও এই জঙ্গি গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করে কোনও বিবৃতি দেয়নি। এলাকায় কোনও না কোনও সময় কাটিয়ে আসা প্রাক্তন সেনা আধিকারকরা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে জঙ্গিরা যেভাবে সামনামামনি লড়াই করে, মনিপুরের ক্ষেত্রে তা করে না। এরা পিছন থেকে আঘাত করতেই পটু। নিজেদের ক্ষতক্ষতি কম হবে এই পরিস্থিতি তৈরি করেই তারা হামলা করে থাকে।

পুরনির্বাচনে 'অরিজিনাল' কর্মীরাই ভরসা! বিজেপিতে ফিল্মস্টাররা কি জঞ্জাল, দিলীপের মন্তব্যে জল্পনাপুরনির্বাচনে 'অরিজিনাল' কর্মীরাই ভরসা! বিজেপিতে ফিল্মস্টাররা কি জঞ্জাল, দিলীপের মন্তব্যে জল্পনা

English summary
As CM N Biren Singh strongly condemned, seven persons including commanding officer if Assam rifles kills in a attck in Manipur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X