For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের সঙ্গে দিল্লি পুলিশ যা করেছে ঠিক করেছে, দাবি অমিত শাহের মন্ত্রকের

কৃষকদের সঙ্গে দিল্লি পুলিশ যা করেছে ঠিক করেছে, দাবি অমিত শাহের মন্ত্রকের

Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসে রাজধানীর বুকে কৃষকরা যে তাণ্ডব চালিয়েছিল সেটা রুখতে পুলিশ যা করেছে তা ঠিক করেছে। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে সমর্থন জানাল অমিত শাহের মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, সেদিন কাঁদানে গ্যাসের শেল ফাটানো থেকে জলকামান ছোড়া সবটাই সমর্থন যোগ্য কারণ এছাড়া দিল্লি পুলিশের কাছে কোনও পথ ছিল না। লোকসভা দাঁড়িয়ে দিল্লি পুলিশের প্রতিরোধকে সমর্থন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষণ রেড্ডি।

দিল্লি পুলিশকে সমর্থন

দিল্লি পুলিশকে সমর্থন

প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষক আন্দোলনকে রুখতে দিল্লি পুলিশ যা করেছে তা লোকসভায় সমর্থন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। লোকসভা লিখিত বিবৃতি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন সেদিন সেগুলি করা ছাড়া দিল্লি পুলিশের কোনও উপায় ছিল না। সেদিন করোনা পরিস্থিতির সব নিয়ম উড়িয়ে দিয়ে িদল্লির পথে প্রতিবাদে নেমেছিলেন কৃষকরা। পাল্টা অভিযোগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

দিল্লি পুলিশের পদক্ষেপ

দিল্লি পুলিশের পদক্ষেপ

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর ব়্যালিতে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। দিল্লির রাজপথ তোলপাড় হয়েছিল। কৃষকদের আটকাতে কাঁদানে গ্যাসের শেল, জল কামান, লাঠি সবকিছু ব্যবহার করে দিল্লি পুলিশ। কৃষকদের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হয়েছেন ২৯ জন। কৃষকদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পরিস্থিতি সামাল দিতে দিল্লি সীমান্তে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিতে হয়েছিল। শেষে আধা সেনা নামাতে হয় দিল্লিতে।

সরকারি সম্পত্তি

সরকারি সম্পত্তি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে উল্টে দাবি করা হয়েছে কৃষকরা আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুেক পড়েছিল কৃষকরা। সেখানে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। তাই বাধ্য হয়েই দিল্লি পুলিশকে কঠোর পদক্ষেপ করতে হয়েছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

 মোদীকে নিশানা বিরোধীদের

মোদীকে নিশানা বিরোধীদের

কৃষক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা আক্রমণ করেছেন বিরোধীরা। মোদী সরকার কৃষকদের আন্দোলনকে নষ্ট করতে চাইছে বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে।

English summary
MHA support Delhi police action to stop Farmer's protest at Delhi on Republic Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X