For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘‌মেটা গণতন্ত্রের জন্য খারাপ’‌, মায়ের সঙ্গে তাল মিলিয়ে ফেসবুকের বিরুদ্ধে টুইট রাহুল গান্ধীর

‘‌মেটা গণতন্ত্রের জন্য খারাপ’‌, মায়ের সঙ্গে তাল মিলিয়ে ফেসবুকের বিরুদ্ধে টুইট রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

নির্বাচনের সময় বিজেপিকে ভোটারদের কাছে পৌঁছাতে সহায়তা করেছিল ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়েন্টের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুককে কটাক্ষ করে কংগ্রেস নেতা ইঙ্গিত দেন যে ফেসবুক গণতন্ত্রের জন্য খারাপ। রাহুল গান্ধী টুইটারে এ সংক্রান্ত একটি খবরও শেয়ার করেন।

‘‌মেটা গণতন্ত্রের জন্য খারাপ’‌, মায়ের সঙ্গে তাল মিলিয়ে ফেসবুকের বিরুদ্ধে টুইট রাহুল গান্ধীর


কংগ্রেস নেতা আল জাজিরা ও দ্য রিপোটার্স–এর প্রতিবেদন শেয়ার করেন, যেখানে দাবি করা হয়েছে যে ফেসবুক অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় নির্বাচনী বিজ্ঞাপন চালানোর জন্য বিজেপির সঙ্গে '‌সস্তায় চুক্তি’‌ সেরেছিল। রাহুল গান্ধী টুইটারে মার্ক জুকারবার্গকে কটাক্ষ করে লিখেছেন, '‌মেটা গণতন্ত্রের জন্য খারাপ।’‌ কেন তিনি এই অভিযোগ করেছেন, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি ৷ কিন্তু যে খবরের শিরোনাম ব্যবহার করেছেন, সেখানে লেখা হয়েছে যে ভোটে বিজেপিকে সাহায্য করেছে ফেসবুক ৷ ফলে বোঝাই যাচ্ছে যে রাহুল গান্ধীর অভিযোগও একই ৷

তবে রাহুল গান্ধী একা নন, এর আগে তাঁর মা তথা কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী লোকসভায় কেন্দ্রের কাছে আর্জি জানিয়ে বলেছিলেন যে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি ভোটের সময় পদ্ধতিগত হস্তক্ষেপ করে ৷ এটা শেষ হওয়া উচিত ৷ এর জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করা উচিত বলে তিনি দাবি করেছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কংগ্রেস প্রধান বলেন, '‌আমি সরকারকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচনী রাজনীতিতে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টদের পদ্ধতিগত হস্তক্ষেপ এবং প্রভাব বন্ধ করার আহ্বান জানাচ্ছি। এটা দলীয় রাজনীতির বাইরের বিষয়।’‌ তিনি আরও বলেন, '‌যে দলই ক্ষমতায় থাকুক না কেন আমাদের গণতন্ত্র এবং সামাজিক সম্প্রীতি রক্ষা করতে হবে।’‌

SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাকরি গেল চার শিক্ষকের, ৪ জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টেরSSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাকরি গেল চার শিক্ষকের, ৪ জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

এর আগে, ২০২১ সালের নভেম্বরে কংগ্রেস ফেসবুককে বিজেপির পক্ষপাতিত্ব করার জন্য দায়ি করেছিল। তবে শুধু কংগ্রেস নয়, বিজেপি বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতা এই নিয়ে অভিযোগ করেছেন ৷ ফেসবুক বিজেপির হয়ে কাজ করে বলে বারবার অভিযোগ তোলা হয়েছে ৷ শুধু তাই নয় ফেসবুকের '‌নীতি লঙ্ঘন’‌ নিয়ম নিয়েও আগে সরব হয়েছে বহু রাজনৈতিক দল।

বিরোধী দলগুলি প্রায়ই অভিযোগ করে যে বিজেপি বিরুদ্ধ কিছু লিখলে তা ব্যান করে দেওয়া হয় বা পোস্ট ডিলিট করে দেওয়া হয়। এটা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ। তবে শুধু বিরোধী দল নয়, খোদ বিজেপি সমর্থকদের বড় অংশের অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষ বরাবর বিজেপি বিরোধী। আর সেইজন্য বিজেপি নেতা–কর্মীদের প্রোফাইল বারংবার নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রতিবারই ফেসবুকের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷


English summary
meta worse for democracy tweet congress leader rahul gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X