For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসকদের হাজার কোটির সুবিধা 'ডোলো'র! সুপ্রিম কোর্টে জানাল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা

জ্বল হোক কিংবা ব্যথা, প্যারাসিটামল কার্যকরী। তবে কোভিড মহামারীর সময়ে যে সব ওষুধ জনপ্রিয় হয়ে উঠেছিল তার মধ্যে ডোলো (Dolo) ব্র্যান্ডের প্যারাসিটামল ছিল অন্যতম। তবে এই জনপ্রিয়তার পিছনে জড়িয়ে রয়েছেওষুধ সংস্থার তরফে

  • |
Google Oneindia Bengali News

জ্বল হোক কিংবা ব্যথা, প্যারাসিটামল কার্যকরী। তবে কোভিড মহামারীর সময়ে যে সব ওষুধ জনপ্রিয় হয়ে উঠেছিল তার মধ্যে ডোলো (Dolo) ব্র্যান্ডের প্যারাসিটামল ছিল অন্যতম। তবে এই জনপ্রিয়তার পিছনে জড়িয়ে রয়েছে ওষুধ সংস্থার তরফে চিকিৎসকদের দেওয়া হাজার কোটির সুবিধা। সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনটাই জানিয়েছেন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা।

 সুপ্রিম কোর্টে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা

সুপ্রিম কোর্টে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা

ডোলো ৬৫০ লেখার জন্য চিকিৎসদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। এবার তারই সমর্থনে তথ্য পেশ করল ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সংস্থার তরফে আইনজীবী সঞ্জয় পারিখ বলেছেন ডোলো কোম্পানি তাদের ৬৫০ মিলিগ্রাম ফর্মুলেশন বাজারে চালুর জন্য ১০০০ কোটির বেশি সুবিধা চিকিৎসকদের গিয়েছে। এব্যাপারে ওই আইনজীবী সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন।

বিচারপতিও খেয়েছেন

বিচারপতিও খেয়েছেন

এব্যাপারে মামলার শুনানিতে রয়েছেন বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, কোভিড আক্রান্ত হওয়ার সময় তিনিও এই ওষুধই নিয়েছিলেন।

ওষুধের ফর্মুলেশন এবং দাম নিয়ে উদ্বেগ

ওষুধের ফর্মুলেশন এবং দাম নিয়ে উদ্বেগ

ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দেশে বিক্রি হওয়া ওষুধের ফর্মুলেশন এবং দাম নিয়ে জনস্বার্থ মামলা করেছে। সেখানে ছত্রে ছত্রে উঠে এসেছে উদ্বেগের কথা।
আইনজীবী সঞ্জয় পারিখের শুনানির পরে দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ এটি একটি গুরুতর সমস্যা। আদালতের তরফে এব্যাপারে কেন্দ্রের কাছে বিষয়টি নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। ১০ দিন পরে ফের এই মামলার শুনানি হবে।

দুর্নীতি অনিয়ন্ত্রিত

দুর্নীতি অনিয়ন্ত্রিত

ভারত রাষ্ট্রসংঘে দুর্নীতির বিরুদ্ধে হওয়া কনভেনশনে স্বাক্ষরকারী। কিন্তু ভারতে ফার্মাসিউটিক্যাল মার্কেটিং-এ ব্যাপক দুর্নীতির অভিযোগ। ওষুধ শিল্পে দুর্নীতি প্রসঙ্গে আইনজীবী সঞ্জয় পারিখ বলেছেন, কোম্পানির কাছ থেকে সুবিধা পেয়ে
চিকিৎসকরা অপ্রয়োজনীয় ওষুধ লিখে দেন। এই সমস্যা মোকাবিলা করার জন্য UCPMP কোড তৈরি করা হয়েছে। তার পরেও বিপদ দিনের পর দিন বাড়ছে। এব্যাপারে ডোলো একটা উদাহরণ মাত্র, বলেছেন তিনি।
আইনজীবী বলেছেন, ওষুধের মূল্য নির্ধারণকারী কর্তৃপক্ষ ৫০০ মিলিগ্রাম প্যারাসিটামলের জন্য মূল্য নির্ধারণ করে থাকে। তবে যখন তার ৬৫০ মিলিগ্রাম হয়, তখন তা নিয়ন্ত্রিত মূল্যের বাইরে চলে যায়। সেই জন্যই এর এত প্রচার এবং চিকিৎসকদের বাড়তি সুবিধা দেওয়া। তিনি আরও বলেছেন, বাজারে বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেগুলির প্রয়োজন না থাকলেও সেগুলো বিভিন্ন সংমিশ্রণে প্রচার করা হচ্ছে। ওষুধের ফর্মুলেশন নিয়ন্ত্রণের জন্য একটি বিধিবদ্ধ কাঠামো থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বাংলায় দুর্গাপুজোকে জাতীয় পুজো করার দাবি! হাওড়ায় শুভেন্দু অধিকারীর নিশানায় পার্থ-ব্রাত্যবাংলায় দুর্গাপুজোকে জাতীয় পুজো করার দাবি! হাওড়ায় শুভেন্দু অধিকারীর নিশানায় পার্থ-ব্রাত্য

English summary
Medical representative orgn says in SC, that Dolo 650 manufacturer's spent over 1000 crores for prescribing medicine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X