For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের 'চতুর্থ দফা' কি আসন্ন! মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর মোদীর কোন ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের হাইভোল্টেজ বৈঠকের দিকে দেশের নজর ছিল সোমবার। দেশের তৃতীয় দফা লকডাউনের প্রেক্ষাপটে এই বৈঠক। লকজাউনের মেয়াদ আদৌ বাড়ানো হবে কী না তা নিয়ে ছিল জল্পনা। অন্যদিকে, দেশের ধুঁকে পড়া অর্থনীতি নিয়ে যথেষ্ট বিপাকে মোদী সরকার। এমন পরিস্থিতিতে বৈঠক শেষে কী উঠে এসেছে দেখা যাক।

 লকডাউনের আর্জি মুখ্যমন্ত্রীদের

লকডাউনের আর্জি মুখ্যমন্ত্রীদের

দেশের একাধিক রাজ্য এদিন লকডাউনের পক্ষে সওয়াল করে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব লকডাউনের পক্ষেই সওয়াল করে। অন্যদিকে, ট্রেন চলাচল বন্ধ রাখার আর্জি জানায় তেলাঙ্গানা , তামিলনাড়ু।

 চতুর্থ লকডাউনের ইঙ্গিত!

চতুর্থ লকডাউনের ইঙ্গিত!

মোদী এদিন সাফ বার্তায় জানান, ' প্রথম লকজাউনে যা করা হয়েছে, তার থেকে কম পদক্ষেপ নেওয়া হয়েছে দ্বিতীয়তে, আবার দ্বিতীয় লকডাউনে যা করা হয়েছে তার থেকে কিছু নিয়ম তৃতীয়তে শিথিল করা হয়েছে। ফলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তৃতীয় লকডাউনে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, চতুর্থতে তার কম নেওয়া হবে।' ফলে চতুর্থ দফা লকডাউনের ইঙ্গিত কার্যত এদিন দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

রেল চলাচল নিয়ে মোদীর বার্তা

রেল চলাচল নিয়ে মোদীর বার্তা

মোদী এদিন মুখ্যমন্ত্রীদের জানান, রেলের চলাচল অর্থনৈতিক দিককে চাঙ্গা করার একটি নামান্তর। আর সেই কারণেই রেল চলাচলকে সচল করা হয়েছে। তবে সমস্ত রুটে রেল চলাচল করবে না বলে জানান মোদী।

 কোন কোন ক্ষেত্রে জোর?

কোন কোন ক্ষেত্রে জোর?

বিদেশ থেকে আসা ভারতীয়দের আবশ্যিক কোয়ারেন্টাইন প্রতিটি রাজ্যকে নিশ্চিত করতে বলেছেন মোদী। পাশাপাশি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ পরিষেবার পরিকাঠামো গড়ে তোলা, ব্যাঙ্কিং এ ঋমের সহজলভ্যতার মতো বিষয়ে মোদী জোর দেওয়ার কথা বলেন।

 রাজ্য়গুলিকে নির্দেশ

রাজ্য়গুলিকে নির্দেশ

মোদী এদিন সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়ে বলেন, ১৫ মের মধ্যে সমস্ত রাজ্য যেন জানিয়ে দেয় যে লকডাউনের অন্তবর্তী সময় তারা কে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চায়। কীভাবে ধীরে ধীরে লকডাউন তোলা নিয়ে রাজ্যগুলি ব্লুপ্রিন্ট তৈরি করছে তাও জানতে চান মোদী। পাশাপাশি . চিকিৎসা পরিকাঠামো আরও মজবুত করতে বলেন প্রধানমন্ত্রী।

 ভ্যাকসিনের খোঁজ নিয়ে বার্তা

ভ্যাকসিনের খোঁজ নিয়ে বার্তা

মোদী এদিন বলেন, 'লকডাউন তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে ভ্যাকসিনের বিষয়টিও। এছাড়া একমাত্র সোশ্যাল ডিসটেন্সিংই এই সমস্যার সমাধানের মূল হাতিয়ার। ' তিনি বলেন, গোটা বিশ্ব এখন দুটি ভাগে বিভক্ত। একটি প্রাক-করোনা একটি করোনার পরবর্তী অংশ । তিনি বলেন, এই 'সত্যি'কে সঙ্গে নিয়েই সকলকে চলতে হবে।

পর্যটন ও শিক্ষা নিয়ে মোদীর বার্তা

পর্যটন ও শিক্ষা নিয়ে মোদীর বার্তা

এদিনের বৈঠকের শেষে মোদী বলেন, কীভাবে দেশে শিক্ষার বিষয়টি ফের চাঙ্গা করা যায় তা নীতি নির্ধারকদের ঠিক করতে হবে। শিক্ষক ও পড়ুয়াদের বিষয়টির পাশপাাশি পর্যটন শিল্প বিশেষত অভ্যন্তরীণ পর্যটন শিল্পের ওপর জোর দিতে বলেন মোদী।

বাংলায় লকডাউন কি বাড়ানোর পক্ষে মমতা! মোদীর বৈঠকে কোন রাজ্য কী জানাল বাংলায় লকডাউন কি বাড়ানোর পক্ষে মমতা! মোদীর বৈঠকে কোন রাজ্য কী জানাল

English summary
Measures needed in the 3rd Phase of Lockdown are not needed in the fourth says Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X