For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিদি'র ধরনার সঙ্গে পাল্লা দিয়ে 'বহেনজি' মায়াবতীর সোশ্যাল মিডিয়া চমক! জমজমাট ভোট ময়দান

লোকসভা নির্বাচনের মুখে বিজেপি তথা মোদী বিরোধী শিবিরের সামনে একটাই প্রশ্ন, কে হবেন আগামীর প্রধানমন্ত্রী?

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের মুখে বিজেপি তথা মোদী বিরোধী শিবিরের সামনে একটাই প্রশ্ন, কে হবেন আগামীর প্রধানমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করা হলে, তিনি জানান, ২০১৯ নির্বাচনের পর 'সকলেই প্রধানমন্ত্রী হবেন'। তবে, বিরোধী শিবিরে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে যেমন মমতা বন্দ্যোপাধ্য়ায় অন্যতম মুখ, তেমনই উত্তরপ্রদেশের বিএসপি নেত্রী ময়াবতীও একইভাবে এই পদের দাবিদার হয়ে উঠছেন।

দিদির ধরনার সঙ্গে পাল্লা দিয়ে বহেনজি মায়াবতীর সোশ্যাল মিডিয়া চমক! জমজমাট ভোট ময়দান


কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা শেষ হয়েছে মঙ্গলবারই। এই ধরনা ঘিরে মমতার বিরোধী শিবিরের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব হয়ে উঠছেন বলে দাবি বহু রাজনৈতিক বিশ্লেষকের। একাধিক জাতীয় স্তরের নেতা নেত্রী ইতিমধ্যেই মমতার ধরনা মঞ্চে এসেছেন, পাশাপাশি এরপর দিল্লিতেও মমতা ধরনায় নামতে চলেছেন, যা জাতীয় স্তরে নিঃসন্দেহে একটি বড় ঘটনা হতে চলেছে। কলকাতায় দিদির কর্মসূচি সঙ্গে সঙ্গেই উত্তরপ্রদেশে মায়াবতী সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন। এবার প্রচারের পরিসীমা বাড়াতে টুইটারে সক্রিয় হচ্ছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।

মূলত মায়াবতী সেভাবে টুইটারে এতদিন সক্রিয় ছিলেন না। তবে ২০১৯ সালের নির্বাচন সামনে আসতেই মায়াবতী ২০১৮ সালে যোদ দেন টুইটারে। আর গত ১ ফেব্রুয়ারি থেকে ক্রমেই তাঁর টুইটারে সক্রিয়তা লক্ষ্য় করা যাচ্ছে। এই মুহূর্তে তাঁর ফলোয়ার সংখ্যা ৭৩১১ জন। টুইট সংখ্যা মাত্র ১১টি।

English summary
Mayawati joins twitter before loksabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X