For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়! রাষ্ট্রসংঘে সাফ জানাল ভারত

কাশ্মীর সংক্রান্ত বিষয় একেবারেই ভারতের অভ্যন্তরীণ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বন্ধ দরজায় বিরল বৈঠকের পর এমনটাই বলল ভারত।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর সংক্রান্ত বিষয় একেবারেই ভারতের অভ্যন্তরীণ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বন্ধ দরজায় বিরল বৈঠকের পর এমনটাই বলল ভারত। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক হয়। এরপরেই ভারত এই মন্তব্য করে। পাকিস্তান এবং চিনের দাবিতেই এই বৈঠক ডাকা হয়েছিল।

কাশ্মীর পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়! রাষ্ট্রসংঘে সাফ জানাল ভারত

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেন, সরকার কাশ্মীরে থাকা নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নিতে প্রতিশ্রুতি বদ্ধ। আর সেখানকার পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক দিকেই যাচ্ছে বলে জানান তিনি।

কোনও বাহিরের হস্তক্ষেপ নয়, সম্প্রতি সরকার কাশ্মীর নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তা সাংবিধানিক ভাবেই গৃহীত হয়েছে। জম্মু কাশ্মীর এবং লাদাখের উন্নয়নের লক্ষেই তা গৃহীত হয়েছে বলে জামিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি।

পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার আগে পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদতদান বন্ধ করতে হবে বলেও শর্ত দেন। তিনি বলেন, পাকিস্তান বিষয়টিকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করছে, যার সঙ্গে সেখানকার পরিস্থিতির আকাশ-পাতাল তফাত রয়েছে।
পাকিস্তানের কড়া সমালোচনা করে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি বলেন, জিহাদ শব্দ ব্যবহার করে ভারতে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেদেশের নেতারা এই কাজে যুক্ত। শুক্রবারের বৈঠকে অংশ নেয়নি ভারতে ও পাকিস্তান। বৈঠকে ছিল রাষ্ট্রসংঘের স্থায়ী ৫ টি দেশ এবং অস্থায়ী ১০ টি দেশের প্রতিনিধিরা।

রাষ্ট্রসংঘে চিনের প্রতিনিধি বলে কাশ্মীরের পরিস্থিতি খুবই খারাপ। চিন রাষ্ট্রসংঘে স্থায়ী প্রতিনিধি এবং পাকিস্তানের বন্ধু রাষ্ট্র।
এদিকে রাষ্ট্রসংঘে রাশিয়ার প্রতিনিধি বৈঠকে ঢোকার আগে বলেন, মস্কো মনে করে, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। তিনি বলেন, কাশ্মীরে কী ঘটছে, তা জানার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে।

English summary
Matters related to Kashmir are "entirely an internal matter", India says after UNSC meet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X