For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড়সড় টিআরপি দুর্নীতি, তিনটি বিখ্যাত টিভি চ্যানেলের ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বড়সড় টিআরপি দুর্নীতি, তিনটি বিখ্যাত টিভি চ্যানেলের ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

  • |
Google Oneindia Bengali News

রিপাবলিক টিভির হাত ধরে টিআরপি দুর্নীতি নিয়ে বর্তমানে দেশের বেশিরভাগ মানুষই পরিচিত। এবার অবৈধ উপায়ে টিআরপি বাড়িয়ে বিজ্ঞাপন টানা অভিযোগে মুম্বইয়ের তিনটি বিখ্যাত টিভি চ্যানেলের ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যা নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে মিডিয়া মহলে।

তিনটি চ্যানেলের ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

তিনটি চ্যানেলের ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

সূত্রের খবর, এদিন ফক মারাঠি, বক্স সিনেমা ও মহা মুভি নামে তিনটি চ্যানেলের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। ইডির বিবৃতিতে বলা হয়েছে তিনটি টিভি চ্যানেলই কারচুপি করে টিআরপি বাড়িয়ে দেখাত। দীর্ঘদিন থেকেই তারা এই অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিল। টিআরপি বাড়িয়ে দেখানোর জন্য একাধিক অসৎ পন্থা অবলম্বন করে তারা। এই জালিয়াতির রাস্তাতে হেঁটেই বাড়তি বিজ্ঞাপন আদায় করে নিত সংস্থাগুলি।

 একই অভিযোগ রয়েছে রিপাবলিক টিভির বিরুদ্ধেও

একই অভিযোগ রয়েছে রিপাবলিক টিভির বিরুদ্ধেও

ওয়াকিবহাল মহলের ধারণা, টিআরপি বাড়িয়ে দীর্ঘদিন থেকে বাণিজ্যিক ফায়দা লুটছিল রিপাবলিক টিভি। যদিও এই তিনটি চ্যানেলের বিরুদ্ধে টাকা দিয়ে ভিউয়ারশিপ কেনার অভিযোগ আগেই জমা পড়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইণ্ডিয়া বা ট্রাইয়ের কাছে। এরপরেই নড়েচড়ে বসে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বিএআরসি।

কী এই টিআরপি ?

কী এই টিআরপি ?

প্রসঙ্গত উল্লেখ্য, এই টিআরপি আদপে কোনও চ্যানেলের জনপ্রিয়তার অন্যতম প্রধান মাপকাঠি। সেই বিচারেই বিজ্ঞাপন পেয়ে থাকে কোনও মিডিয়া সংস্থা। এদিকে টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট জানার জন্য নির্দিষ্ট কিছু বাড়িতে বার-ও-মিটার বসায়। কোনও অনুষ্ঠান ও চ্যানেল মানুশ কতক্ষণ দেখছেন তা জানার জন্যউ এই পন্থা। যদিও তা পুরোটাই জনসাধারণের কাছ থাকে গোপন।

 কী ভাবে চলচিল কারচুপি ?

কী ভাবে চলচিল কারচুপি ?

এদিকে মুম্বইয়ে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের হয়ে বার-ও-মিটার বসানোর কাজ করে হংস রিসার্চ গ্রুপ লিমিটেড নামে এক সংস্থা। অভিযোগ এই সংস্থার সঙ্গে যোগসাজস করেই বার-ও-মিটার লাগানো বাড়িগুলির ঠিকানা জোগাড় করে নেয় তিন সংস্থা। এরপর সেই বাড়ির মালিকদের টাকার লোভ দিয়ে দীর্ঘক্ষণ তাদের চ্যানেল চালিয়ে রাখতে বলা হয়। এই ভাবই বাড়িয়ে নেওয়া হয় টিআরপি। এদিকে অকই অভিযোগ রয়েছে 'বিখ্যাত' সাংবাদিক অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভির বিরুদ্ধেও।

বাংলা জিতেই দিল্লিতে ঝাঁপাব, আম্ফানের ভুল স্বীকার করে হুঙ্কার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়বাংলা জিতেই দিল্লিতে ঝাঁপাব, আম্ফানের ভুল স্বীকার করে হুঙ্কার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
ED confiscates assets worth Rs 32 crore from 3 TV channels on TRP fraud charges
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X