For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবেও বিক্রি বাড়ল না গাড়ির, উৎপাদন কমল ২১.১৪ শতাংশ

কিছু করেই বাড়ানো যাচ্ছে না গাড়ির বিক্রি। উৎসবের মরশুমেও চরম ধাক্কা খেল গাড়ির বাজার। বিক্রি তো কমলই উৎপাদনও কমল ২১.১৪ শতাংশ।

Google Oneindia Bengali News

কিছু করেই বাড়ানো যাচ্ছে না গাড়ির বিক্রি। উৎসবের মরশুমেও চরম ধাক্কা খেল গাড়ির বাজার। বিক্রি তো কমলই উৎপাদনও কমল ২১.১৪ শতাংশ। গত কয়েক মাস ধরে আর্থিক মন্দার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গাড়িরা বাজারে। সবরকম গাড়ির বিক্রিতেই ঘাটতি দেখা দিয়েছে। অক্টোবরেও কমেছে গাড়ির বিক্রি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

উৎসবেও বিক্রি বাড়ল না গাড়ির, উৎপাদন কমল ২১.১৪ শতাংশ

সোশ্যাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারের পক্ষ থেকে জানানো হয়েছে গাড়ির উৎপাদন অক্টোবরে ২১. ১৪ শতাংশ কমেছে। ২০১৮ সালের অক্টোবর মাসে যেখানে গাড়ির উৎপাদন ৩,৪১,৩৬৩ ছিল সেটা কমে ২০১৯ সালে হয়েছে ২,৬৯,১৮৬। এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে গাড়ির উৎপাদন কমেছে ১৬.৬৬ শতাংশ।

যাত্রীবাহী গাড়ির উৎপাদন সামান্য হলেও বেড়েছে। ০.২৮ শতাংশ বেড়েছে যাত্রীবাহী গাড়ির উৎপাদন। অন্যদিকে দু চাকার গাড়ির বিক্রিও কমেছে। আশা করা হয়েছিল উৎসবের মরশুমে গাড়ির বিক্রি বাড়বে। ব্যাতিক্রমী ভাবে কলকাতাতে বেড়েছিল গাড়ির বিক্রি। কিন্তু গোটা দেশে কোনও প্রভাব পড়েনি।

মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই আর্থিক মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। একাধিক পদক্ষেপ করেও কোনও সুরাহা হচ্ছ না। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গাড়ির বাজারে। কোনও ভাবেই গাড়ির বাজারের হাল ফেরাতে পারছে না মোদী সরকার।

English summary
massive fall in the sales and productions figure of cars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X