For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদকে নিষিদ্ধ ঘোষণায় জীবন বৃত্তান্তের প্রয়োজন নেই, জানাল কেন্দ্র

রাষ্ট্রসঙ্ঘের তরফে মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণায় তার জীবন বৃত্তান্তের কোনো প্রয়োজন নেই।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রসঙ্ঘের তরফে মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণায় তার জীবন বৃত্তান্তের কোনো প্রয়োজন নেই। জইশ চিফকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার জন্য রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে পুলওয়ামা হামলার প্রসঙ্গ না ওঠা নিয়ে মন্তব্য করেছে কেন্দ্র। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমারের দাবি, ওই বৈঠকের যা উদ্দেশ্য ছিল, তা পূরণ হয়েছে। এর থেকে বড় সাফল্যের আর কিছু হতেই পারে না।

মাসুদকে নিষিদ্ধ ঘোষণায় জীবন বৃত্তান্তের প্রয়োজন নেই, জানাল কেন্দ্র

উল্লেখ্য, আন্তর্জাতিক চাপে চিন ও পাকিস্তানের সুর নরম হতেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটির বৈঠকে পুলওয়ামা হামলার মাথা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রসঙ্ঘের তরফে জইশ-ই-মহম্মদ চিফের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তার গতিবিধি নিয়ন্ত্রণ করার কথাও জানানো হয়।

ভারতের এই কূটনৈতিক জয়ের জন্য বিজেপি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিতে ব্যস্ত, তখন ওমর আবদুল্লা, শশী থারুর-সহ কয়েকজন বিরোধী নেতা এই বলে সরব হন, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পুলওয়ামা হামলা ও কাশ্মীরে সন্ত্রাসের প্রসঙ্গ উঠল না কেন। এরই উত্তরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলা মাসুদকে নিষিদ্ধ ঘোষণার পিছনে অনুঘটক হিসেবে কাজ করেছে ঠিকই। তার মানে এমনও নয় যে ওই ঘটনার জন্যই জইশ চিফকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ। মাসুদ ও তার সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময়ে ঘটানো নাশকতাগুলিকে পরপর জুড়ে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার।

English summary
'Masood Azhar's UN ban need not be biodata', Centre on no Pulwama mention
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X