For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের জন্য মহারাষ্ট্রে পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক করল সরকার

ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের জন্য মহারাষ্ট্রে পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক করল সরকার

  • |
Google Oneindia Bengali News

ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে অনেকটাই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। করোনা বৃদ্ধির জন্য রাজ্য সরকার একটি আদেশ জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক।

পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক

পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক

করোনা সংক্রমণ বাড়ায় পাঁচ রাজ্যেকে কেন্দ্র চিঠি দিয়েছে, তার মধ্যে মহারাষ্ট্রও আছে। রাজ্য সরকার জেলা কর্তৃপক্ষের কাছে কোভিড কেস বৃদ্ধি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । অতিরিক্ত মুখ্য সচিব, ডঃ প্রদীপ ব্যাস, সমস্ত জেলা কর্তৃপক্ষকে একটি চিঠিতে জানিয়েছেন, পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক। আর তা নিয়ে একাধিক আদেশেও জারি করেছেন।

কী জানালেন ডঃ প্রদীপ ব্যাস

কী জানালেন ডঃ প্রদীপ ব্যাস

তিনি জানিয়েছেন, অনেকটাই বেড়েছে কোভিড সংক্রমণ। ট্রেন, বাস, সিনেমা, অডিটোরিয়াম, অফিস, হাসপাতাল, কলেজ, স্কুলের মতো জায়গায় মাস্ক বাধ্যতামূলক। তিনি এও জানিয়েছেন করোনা মামলা বৃদ্ধির কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান

তিনি আরও জানান

তিনি চিঠিতে জানিয়েছেন, গত কয়েক মাস ধরে রাজ্যে করোনা কেসের সংখ্যা নিরন্তর হ্রাস পাচ্ছিল। তবে, এখন আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা গ্রাফ। প্রথমবারের মতো দৈনিক কেস এখন ১ হাজার ছাড়িয়েছে। প্রায় তিন মাস পর এমন রিপোর্ট লক্ষ্য করা গেছে। এই রিপোর্টটি পয়লা জুনের। বর্তমানে, মুম্বই, থানেতেও অনেকটাই বেড়েছে করোনা ভাইরাস। অন্যান্য জেলাগুলিতে ইতিবাচকতার হার বৃদ্ধি পাচ্ছে। যা নিয়ে বাড়ছে উদ্বেগ।

 মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্য সচিবের মতে,

মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্য সচিবের মতে,

তিনি আরও জানান, গত সপ্তাহে নয়টি জেলায় নতুন কেসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এর জন্য পদক্ষেপ নেওয়া দরকার। হাসপাতালে ভর্তির সংখ্যাও দেখা দেখা গেছে।

ব্যাস জানান

ব্যাস জানান

ডাঃ ব্যাস বলেন, রাজ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে করোনা গ্রাফ। করোনার সমস্ত সতর্কতা অবলম্বন করা দরকার। মহারাষ্ট্র সম্প্রতি BA.4 এবং BA.5 সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। তিনি সকলকে সাবধানে ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। শুক্রবার ১ হাজার ১৩৪ টি নতুন করোনা কেস ও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন মামলার মধ্যে ৭৬৩ টি মুম্বইয়ের

 কেন্দ্র মহারাষ্ট্রকেও চিঠি দিয়েছে

কেন্দ্র মহারাষ্ট্রকেও চিঠি দিয়েছে

মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্য সচিব প্রদীপ ব্যাসকে চিঠিতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্য জুড়ে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কারণ, সেই রাজ্যে রেকর্ডহারে বেড়েছে কোভিড সঙ্ক্রমণ। ২৭ মে ১৫ হাজার ৭০৮ টি কেস শনাক্ত করা হয়েছে। শুক্রবারের রিপোর্ট লক্ষ্য করলে দেখা অনেকটাই বেড়েছে করোনা গ্রাফ। সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫ জন। ২৭ মে সাপ্তাহিক ইতিবাচকতার হার ছিল ০.৫২ শতাংশ। সেটি বেড়ে দাঁড়িয়েছে ৩ জুন ০.৭৩ শতাংশ।

ফের লাফিয়ে বাড়ছে করোনা গ্রাফ! পাঁচ রাজ্যকে চিঠি কেন্দ্রের, কী লেখা তাতে?ফের লাফিয়ে বাড়ছে করোনা গ্রাফ! পাঁচ রাজ্যকে চিঠি কেন্দ্রের, কী লেখা তাতে?

English summary
Mask wearing has been compulsory in Maharashtra due to the increase in corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X