For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গিদের সঙ্গে ধৃত পুলিশকর্তা দাবিন্দরকে ঘিরে চাঞ্চল্য বাড়ছে!তাঁর বাড়ি থেকে উদ্ধার তাক লাগানো তথ্য

জঙ্গিদের সঙ্গে ধৃত পুলিশকর্তা দাবিন্দরকে ঘিরে চাঞ্চল্য বাড়ছে!তাঁর বাড়ি থেকে উদ্ধার তাক লাগানো তথ্য

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ধৃত পুলিশ কর্তা দবিন্দর সিংকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। একের পর এক তথ্য তাঁর বাড়ি থেকে উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। দাবিন্দরের বাড়িতে আগেও পুলিশ তল্লাশিতে একে ৪৭ সহ একাধিক চাঞ্চল্যকর অস্ত্র পেয়েছে। তবে এবার কাশ্মীরের পুলিশকর্তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেনার গোপন তথ্য।

সেনার গোপন ম্যাপ দবিন্দরের বাড়িতে!

সেনার গোপন ম্যাপ দবিন্দরের বাড়িতে!

জানা গিয়েছে , কাশ্মীরে ধৃত ডিএসপি দবিন্দর সিংয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে শ্রীনগরে ভারতীয় সেনার হেডকোয়ার্টারের নক্সা । যে ম্যাপ তথা নক্সা যেকোনও মূল্যে জঙ্গিদের সাহায্য পাইয়ে দিতে পারে। প্রসঙ্গত, সেই সেনা হেডকোয়ার্টারের কাছেই দবিন্দরের প্রাসাদোপম বাংলো রয়েছে কাশ্মীরে। যে বাড়ি আপাতত নির্মীয়মান। সেনা হেডকোয়ার্টারের গা ঘেঁসেই এই বাড়ি তৈরি হচ্ছে। আর কাশ্মীর পুলিশের হাতে এই তথ্য আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

 উদ্ধার হয়েছে টাকা!

উদ্ধার হয়েছে টাকা!

দবিন্দর সিংয়ের বাড়ি থেকে হিসাব বহির্ভূতভাবে ৭.৫ লাখ টাকা উদ্ধার হয়েছে। এর আগে ধৃত দবিন্দর জানিয়েছিলেন যে, তিনি শ্রীনগর থেকে জঙ্গিদের পাচার করার জন্য সন্ত্রাসবাদীদের কাছ থেকে ১২ লাখ টাকার প্রস্তান পান। আর সেই মতোই তিনি জঙ্গি পাচারের কাজ করছিলেন।

দবিন্দেরর ঘনিষ্ঠরাও পুলিশি নজরে

দবিন্দেরর ঘনিষ্ঠরাও পুলিশি নজরে

পুলিশ কাশ্মীরে দবিন্দরের ঘনিষ্ঠ তথা বন্ধুবান্ধবের বাড়িতেও ক্রমাগত তল্লাশি চালাতে শুরু করে দিয়েছে। দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গায় দবিন্দরের বন্ধুবান্ধবদের ওপরেও নজর রাখতে শুরু করেছে পুলিশ।

 এতদিন কোথায় থাকতেন দবিন্দর?

এতদিন কোথায় থাকতেন দবিন্দর?

আশ্চর্যজনকভাবে দাবিন্দর সিং গত ৫ বঠর ধরে একটি ভাড়া বাড়িতে কাশ্মীরের বুকে থাকতেন। তিনি জানান, ওই ভাড়া বাড়িটি তাঁর আত্মীয়ের। কিন্তু পুলিশি সন্দেহ শুরু হয়ে গিয়েছে এই আত্নীয়ের বাড়িটি ঘিরেও।

কোন সম্ভাবনা বাড়ছে দবিন্দরকে ঘিরে!

কোন সম্ভাবনা বাড়ছে দবিন্দরকে ঘিরে!

উল্লেখ্য, আপাতত সাসপেন্ড রয়েছেন দাবিন্দর সিং। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাঁকে আপাতত 'জঙ্গি' হিসাবেই দেখছে প্রশাসন। পুলিশ মনে করছে দবিন্দরকে জেরা করে জঙ্গি যোগের একটি বড় সূত্র আবিষ্কার করা যাবে।

English summary
Davinder Singh prob DETAILS:Map of Army’s Srinagar base recovered from arrested DSP 's home.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X