For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার কথা নিয়ে 'মন কী বাত' এ মোদী কী জানালেন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার কথা নিয়ে 'মন কী বাত' এ মোদী কী জানালেন

  • |
Google Oneindia Bengali News

একদিকে করোনার আবহ , অন্যদিকে উৎসবের মরশুম। এরই মাঝে দেশে লাদাখ পরিস্থিতি নিয়ে উদ্বেগ আশঙ্কা রয়ে গিয়েছে। এমন এক প্রেক্ষাপটে ৩০ অগাস্ট নরেন্দ্র মোদীর 'মন কী বাত' নিয়ে সুর চড়ছিলই। একনজরে দেখে নেওয়া যাক তিনি এদিন কী কী বললেন।

ভারতের শিশু ও খেলনা প্রসঙ্গে মোদী

ভারতের শিশু ও খেলনা প্রসঙ্গে মোদী

ভারতীয় খেলনা নিয়ে মোদী ভাবনা চিন্তা করেন। তিনি বলেন, কীভাবে ভারতীয় খেলনার উৎপাদন নিয়ে ভাবনা চিন্তার কথা বলেন মোদী। উল্লেখ্য, লকডাউনে ছোটদের সময় যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আর সেই প্রসঙ্গেই একাধিক বার্তা তিনি তুলে ধরেন।

 রবীন্দ্রনাথ প্রসঙ্গে মোদীর বার্তা

রবীন্দ্রনাথ প্রসঙ্গে মোদীর বার্তা

মোদী এদিন বলেন,রবীন্দ্রনাথ বলতেন ,বেস্ট টয় সেটচাই যা অসম্পূর্ণষ আর তা খেলে খেলে তৈরি করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাড়িতে বসে খেলনা তৈরি করতেন। আর তাতে একবার বড়দের নজর পড়ল। আর তা র হাত ধরেই খেলা গেল বিগড়ে!

 কীসের ইঙ্গিত মোদীর?

কীসের ইঙ্গিত মোদীর?

মোদী জানান, একবার রবীন্দ্রনাথের পরিচিত একজন বিদেশী খেলনা নিয়ে এসেছিলেন। আর তাতেই খেলার রস ভঙ্গ হয় , আর ভেদাভেদ তৈরি হয়। কারণ সকলের নজর তখন খেলার থেকেও বেশি খেলনার প্রতি পড়ে গিয়েছিল। ফলে খেলার মজা নষ্ট হয়ে যায়, সৃষ্টিশীলতা নষ্ট হয়। আর বিদেশী, খেলনা স্বদেশী খেলনার হাত ধরে শিশুদের মধ্যে বিভেদ তৈরি হয়।

খেলনার ইন্ডাস্ট্রি নিয়ে মোদীর বার্তা

খেলনার ইন্ডাস্ট্রি নিয়ে মোদীর বার্তা

৭ লাখ কোটি টাকার টয় ইন্ডাস্ট্রি রয়েছে বিশ্বে। তবে ভারতের অংশিদারী তাতে অনেক কম। এটা ঠিক নয়। যে দেশে এত যুবক রয়েছে, যেখানে শিল্প সম্ভবনা রয়েছে , সেখানে এটা ঠিক নয় বলে দাবি করে মোদী। এক্ষত্রে স্টার্ট আপগুলিকে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

'যথা অন্নম , তথা মন্যম'এর বার্তা

'যথা অন্নম , তথা মন্যম'এর বার্তা

'যথা অন্নম , তথা মন্যম'এর বার্তা দিয়ে মোদী সেপ্টেমবর মাসকে নিউট্রিশিয়ান মাস হিসাবে পালন করার ডাক দেন। এই মাসে নিউট্রিশিয়ান ও নেশনকে জুড়ে দেওয়ার বার্তা দেন মোদী। নিউট্রিশিয়ান সম্পর্কিত কৃষি কোষ গড়তে চলেছে ভারত। জানালেন মোদী।

শিক্ষক দিবস নিয়ে কী জানালেন মোদী?

শিক্ষক দিবস নিয়ে কী জানালেন মোদী?

শিক্ষক দিবস নিয়েও এদিন বক্তব্য রাখেন মোদী। শিক্ষক দিবসে আগামী ৭৫ তম স্বাধীনতা দিবসের বীজ বপনের কথা বলেন মোদী।

বিধানসভায় শরিক নীতীশের সঙ্গে দরাদরি! বিহারে লোকসভা নির্বাচনের ফর্মুলায় লড়াই করতে চায় বিজেপিবিধানসভায় শরিক নীতীশের সঙ্গে দরাদরি! বিহারে লোকসভা নির্বাচনের ফর্মুলায় লড়াই করতে চায় বিজেপি

English summary
Mann ki baat 30 August, know what PM Modi said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X