For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাট্রিমনিয়াল সাইটে ১৫ জন মহিলাকে বিয়ের টোপ, ফিল্মি কায়দায় দুঃসাহসিক প্রতারণা

রনবীর সিং অভিনীত ছবি 'লেডিস ভার্সেস রিকি বহেল' দেখে অপরাধের অনুপ্রেরণা পেয়েছিল বছর ৩৪ এর যুবক যোগেশ গর্গ।

  • |
Google Oneindia Bengali News

রনবীর সিং অভিনীত ছবি 'লেডিস ভার্সেস রিকি বহেল' দেখে অপরাধের অনুপ্রেরণা পেয়েছিল বছর ৩৪ এর যুবক যোগেশ গর্গ। আর এই ছবি দেখেই মহিলাদের প্রতারণার ছক কষে টাকা লুঠের পথে পা বাড়ায় সে। এইভাবে পথ চলে সে প্রায় ১৫ জন মহিলাকে প্রতারিত করে ৫০ লাখ টাকা হাতি নিয়েছে।

ম্যাট্রিমোনিয়াল সাইটে ১৫ জন মহিলাকে বিয়ের টোপ, ফিল্মি কায়দায় দুঃসাহসিক প্রতারণা

তবে এত শত টাকা লুঠ আর মহিলাদের প্রতারণা করেও ছাড় মেলেনি। শেষে হল সেই ফিল্মি পরিণতিই। শেষমেশ দিল্লি রেল স্টেশন থেকে ৫ সেপ্টেম্বর যোগেশকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে , সেই সময়ে শহর ছেড়ে চলে যাওয়ার ফাঁদ পেতে ছিল যোগেশ। প্রতারক যোগেশ পরে পুলিশি জেরার মুখে স্বীকার করে নেয় যে সে রনবীর সিং অভিনীত 'লেডিস ভার্সেস রিকি বহেল' ছবিটি দেখে অনুপ্রাণিত হয়েছে।

এই প্রতারক যোগেশের বাবা একজন আইএএস আধিকারিক বলে পুলিশসূত্রের খবর। পুলিশকে যোগেশ জানিয়েছে, মূলত ৩০ বছর বয়সী অবিবাহিত মহিলাদের নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিত সে। বিশেষত যাঁদের প্রোফাইল রয়েছে ম্যাট্রিমোনিয়াল সাইটে ।

English summary
A 34-year-old man Yogesh aka Sameer Garg conned several women in Delhi in the last six years getting inspired by Ranveer Singh’s character in ‘Ladies Vs Ricky Bahl’. The man promised these women of marrying them and duped at least 15 women in the past one year of Rs 50 lakh, informed the police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X