For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেলমেট না পরে চারচাকা গাড়ি চালানোয় জরিমানা চালকের, কোন রাজ্যে ঘটল এমন ঘটনা

চার চাকা গাড়িতে চালকের আসনে বসে হেলমেট না পরায় ভরতপুরের বাসিন্দা বিষ্ণু শর্মার (২৩) কাছ থেকে জরিমানা নিয়েছে রাজস্থান পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

চার চাকা গাড়িতে চালকের আসনে বসে গাড়ি চালিয়ে হেলমেট না পরলে কি আপনার জরিমানা হতে পারে? উত্তর অবশ্যই না। তবে ভরতপুরের বাসিন্দা বিষ্ণু শর্মার (২৩) কাছ থেকে জরিমানা নিয়েছে রাজস্থান পুলিশ। ঘটনাটি ঘটেছে ১ ডিসেম্বর।

হেলমেট না পরে চারচাকা গাড়ি চালানোয় জরিমানা চালকের, কোন রাজ্যে ঘটল এমন ঘটনা

ভরত হেলমেট না পরে মারুতি ওমনি ভ্যান (গাড়ির নম্বর আরজে ০২ ইউএ ৫৮৪০) চালাচ্ছিলেন। উত্তরপ্রদেশ-রাজস্থান সীমান্তে উঁচা নাগলা আউটপোস্টের পুলিশ তাকে জরিমানা করেছে।

ওমনি চালক ভরত জানিয়েছে, আগ্রা-জয়পুর জাতীয় সড়কে চেকিংয়ের সময় ট্রাফিক পুলিশ তাঁতে ধরে। হেলমেট না পরায় জরিমানা করা হয়। তবে চার চাকা গাড়িতে কী করে হেলমেট না পরায় ফাইন হয়? কনস্টেবল প্রহ্লাদ সিং বলেছেন, ভুল করে হয়ে গিয়েছে।

আসলে ঘটনা হল, সিট বেল্ট না পরে গাড়ি চালানোর অপরাধে ভরতের জরিমানা করা হয়েছিল। তবে যে রিসিপ্ট তাকে দেওয়া হয় তাতে লেখা ছিল হেলমেট না পরায় জরিমানা করা হল। সিট বেল্টের বদলে হেলমেটের কারণ দেখিয়ে জরিমানা করা হয়।

তবে এতে অন্য ঘটনা ঘটছে। এখন গাড়িতে বসেও হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন ভরত। জানিয়েছেন, সমস্ত কাগজ দেখানোর পরও জরিমানা করা হয়েছে। আর যাতে এমনটা না হয় সেজন্যই তিনি হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন।

English summary
Man fined for not wearing helmet while driving car in Rajasthan-Uttar Pradesh border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X