For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালায় বিক্ষোভ মধ্যগগনে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

মাঝবয়সী এক ব্যক্তি বিজেপির বিক্ষোভের মাঝেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সবরিমালায়।

  • |
Google Oneindia Bengali News

মাঝবয়সী এক ব্যক্তি বিজেপির বিক্ষোভের মাঝেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সবরিমালায়। এদিন ভোর রাতে তিরুবনন্তপুরমে এই ঘটনা ঘটেছে।

সবরিমালায় বিক্ষোভ মধ্যগগনে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

বিক্ষুব্ধের নাম বেণুগোপালন নায়ার। বয়স ৪৯। নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। সেখানেই খানিক দূরে কেরলের এলডিএফ সরকারের বিরুদ্ধে সবরিমালায় প্রবেশের বাধানিষেধের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ করেছে। অদূরেই বিজেপির শিবির ছিল।

[আরও পড়ুন: অসমে পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপির, উত্তর-পূর্বে বজায় আধিপত্য][আরও পড়ুন: অসমে পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপির, উত্তর-পূর্বে বজায় আধিপত্য]

সেখানে সরবিমালা ইস্যুতে বিজেপিকে নেতৃত্ব দেওয়া সিকে পদ্মনাভন অনশন করছিলেন। সেই অনশন মঞ্চের কাছেই ঘটনাটি ঘটে। উপস্থিত জনতা আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে। তবে ততক্ষণে বেণুগোপালের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[আরও পড়ুন:তেলাঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে শপথ কেসিআর-এর, শুরু নতুন পথ চলা ][আরও পড়ুন:তেলাঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে শপথ কেসিআর-এর, শুরু নতুন পথ চলা ]

পুলিশ জানিয়েছে, বেণুগোপাল আয়াপ্পা বলে চেঁচাতে চেঁচাতে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। তাঁর দুই স্ত্রী ও সন্তান রয়েছে। পারিবারিক কারণেও সে আত্মহত্যার চেষ্টা করতে পারে। পুলিশ তদন্তে নেমেছে। যদিও বিজেপির দাবি পিনারাই বিজয়নের সরকার আয়াপ্পা ভক্তদের বিরুদ্ধে যে নেতিবাচক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদেই বেণুগোপাল নায়ার আত্মহত্যা করেছেন। লাখো ভক্তদের ভাবধারণাকে আঘাত করেছে পিনারাই বিজয়নের সরকার।

[আরও পড়ুন:গ্রাম নয়, বিজেপির হারে শেষ পেরেক পুঁতেছে শহরের ভোটাররা, উঠে এল নয়া তথ্য][আরও পড়ুন:গ্রাম নয়, বিজেপির হারে শেষ পেরেক পুঁতেছে শহরের ভোটাররা, উঠে এল নয়া তথ্য]

English summary
Man attempts self-immolation near BJP's protest venue near Sabarimala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X