For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়া জোট ফর্মুলা আমদানি মমতার! ২০১৯ লোকসভা নির্বাচন জিততে মরিয়া লড়াই

দিল্লির যন্তরমন্তরে অরবিন্দ কেজরিওয়ালের ধরনা-মঞ্চ থেকে ২০১৯ লোকসভার লক্ষ্যে নয়া জোট-সমীকরণের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির যন্তরমন্তরে অরবিন্দ কেজরিওয়ালের ধরনা-মঞ্চ থেকে ২০১৯ লোকসভার লক্ষ্যে নয়া জোট-সমীকরণের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুক। রাজ্যস্তরে আমরা কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধে লড়াই করলেও, জাতীয় স্তরে সবাই একসঙ্গে লড়ব।

নয়া জোট ফর্মুলা আমদানি মমতার! ২০১৯ লোকসভা নির্বাচন জিততে মরিয়া লড়াই

জাতীয় স্তরে সমস্ত বিরোধী শক্তিই এক হয়ে লড়বে। আর আসন্ন লোকসভায় সমীকরণ হবে, যে রাজ্যে যে শক্তিশালী, সেখানে সে লড়বে, তাঁর হাতেই থাকবে বিরোধী জোটের চাবিকাঠি। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে কংগ্রেস লড়ুক। কিন্তু বাংলায় তাঁরা লড়বেন। কারণ এখানে কংগ্রেসকে সঙ্গে নেওয়াও যা না নেওয়াও তা।

[আরও পড়ুন:প্রিয়াঙ্কা ম্যাজিক শুরু! বুয়া-ভাতিজার মনে ভয় ধরিয়ে উত্তরপ্রদেশে জোট গড়ল কংগ্রেসও ][আরও পড়ুন:প্রিয়াঙ্কা ম্যাজিক শুরু! বুয়া-ভাতিজার মনে ভয় ধরিয়ে উত্তরপ্রদেশে জোট গড়ল কংগ্রেসও ]

তিনি বলেন, বাংলায় তাঁরা একা লড়লে যে ফল হবে, জোট করে লড়লেও ৪২-এ ৪২ হবে। রাজ্যে বিজেপির প্রাপ্তি শূন্য করে দিতে তাঁরা একাই যথেষ্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস-সিপিএম সমজোতা করে লড়লেও বাংলায় আমার কিছু যায় আসবে না। কারণ বাংলায় ইতিমধ্যেই কংগ্রেস-বিজেপি-সিপিএম সমাঝোতা করে আমাদের বিরুদ্ধে লড়েছে। আবারও সমঝোতা করে লড়লেও আমরাই জিতব।

[আরও পড়ুন: রাজনীতিতে কি 'রিটায়ারমেন্ট এজ' থাকা উচিত, মুলায়মের 'ভাইরাল' মন্তব্যে এমনই দাবি উঠেছে][আরও পড়ুন: রাজনীতিতে কি 'রিটায়ারমেন্ট এজ' থাকা উচিত, মুলায়মের 'ভাইরাল' মন্তব্যে এমনই দাবি উঠেছে]

মমতা এই নতুন জোট ফর্মুলার কথা তুলে ধরে বলেন, মোদী বিরোধিতায় একসঙ্গে লড়াই করব আমরা। মোদীকে হটাতে অ-বিজেপি দলগুলি সবাই এক জায়গায় রয়েছে, ভোটের পরও এক জায়াগয় থাকবে। এদিন সংসদে মোদীর মেয়াদ শেষ হয়েছে। লোকসভায় বিজেপিকে হারিয়ে গণতান্ত্রিকভাবে মোদী-সাম্রাজ্যের অবসান ঘটাব আমরা।

[আরও পড়ুন:ভোট চুরি করার নিদান দিলেন অনুব্রত, লোকসভার প্রাক্কালে ফের বাঁধ ভাঙল বয়ানে][আরও পড়ুন:ভোট চুরি করার নিদান দিলেন অনুব্রত, লোকসভার প্রাক্কালে ফের বাঁধ ভাঙল বয়ানে]

English summary
Mamata Banerjee shows new formula of alliance in 2019 Lok Sabha Election. Mamata says opponent are united to defeat Modi and BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X