For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছবি দেখে চেনার উপায় নেই! প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাল দেখে তাজ্জব মমতার টুইটার-বার্তা

গাল ভর্তি কাঁচা-পাকা দাড়ি। মাথায় টুপি, জামার উপর পড়ে রয়েছে বরফের টুকরো। এক পলক দেখে চেনার কোনও উপায় নেই যে তিনি ওমর আবদুল্লা।

Google Oneindia Bengali News

গাল ভর্তি কাঁচা-পাকা দাড়ি। মাথায় টুপি, জামার উপর পড়ে রয়েছে টুকরো টুকরো বরফ। এক পলক দেখে চেনার কোনও উপায় নেই যে তিনি ওমর আবদুল্লা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গৃহবন্দি হওয়ার পর প্রথম সামনে আসে তাঁর ছবি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও লিখেছেন, আমি এই ছবিতে চিনতে পারিনি ওমর আবদুল্লাকে।

টুইটারে শেয়ার মমতার

তার পাশাপাশি সমালোচনায় সরব হয়ে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, "দুর্ভাগ্য যে আমাদের গণতান্ত্রিক দেশে এটি ঘটছে। কখন শেষ হবে এই পরিস্থিতির, সেদিকেই তাকিয়ে আমরা।" জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার সময় থেকেই প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বন্দিদশায় কাটাচ্ছেন। তাঁর সঙ্গে বন্দিদশা কাটাচ্ছেন আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমরের বাবা ফারুক আবদুল্লাও।

কেন্দ্র ৩৭০ ধারা বাতিলের পরই

কেন্দ্র ৩৭০ ধারা বাতিলের পরই

তাঁদের সঙ্গে শত শত রাজনৈতিক নেতা, সামাজিক কর্মী, আইনজীবী ও ব্যবসায়ীরাও গত ৫ আগস্ট থেকে বন্দিদশায় কাটাচ্ছেন। কেন্দ্র ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর থেকেই এ পরিস্থিতির পরিবর্তন ঘটেনি এখনও।

কোড অফ ফৌজদারী বিধির ১০ ধারায় আটক

কোড অফ ফৌজদারী বিধির ১০ ধারায় আটক

ওমর ও ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি-সহ অন্যান্য রাজনীতিবিদদের কোড অফ ফৌজদারী বিধির ১০ ধারায় আটক করা হয়েছিল। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনও ব্যক্তিকে ছয় মাসের জন্য প্রতিরোধমূলক হেফাজতে রাখার অনুমতি দিতে পারে, যদি সেই ব্যক্তির এই জাতীয় তথ্য লঙ্ঘন করার সম্ভাবনা থাকে, শান্তি বিঘ্নিত করার সম্ভাবনা থাকে।

কেন্দ্র বলছে জম্মু ও কাশ্মীর স্বাভাবিক, তবু...

কেন্দ্র বলছে জম্মু ও কাশ্মীর স্বাভাবিক, তবু...

কেন্দ্র একদিকে বলছে, জম্মু ও কাশ্মীর স্বাভাবিক। অথচ তিন মুখ্যমন্ত্রী-সহ রাজনীতিবিদ বা সমাজকর্মীদের বন্দিদশা থেকে মুক্ত করেনি। প্রশাসন সম্প্রতি কাশ্মীরের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা চালু করেছে। কিন্তু নেতারা মুক্তি পাননি। এরই মধ্যে ওমর আবদুল্লার ওই ছবি ভাইরাল।

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee shared a photograph of National Conference leader Omar Abdullah, where he was not recognized. He has been under detention after article 370 banne.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X