For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাই মধ্যমণি মুখ্যমন্ত্রীদের বৈঠকে! সোনিয়া-সকাশে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক

মমতাই মধ্যমণি মুখ্যমন্ত্রীদের বৈঠকে! সোনিয়া-সকাশে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিরোধী-ঐক্যের বৈঠকে মধ্যমণি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কংগ্রেস সভানেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন, বিরোধীদের বৈঠকে পৌরহিত্য করতে। এভাবে মমতাকে গুরুত্বের আসনে বসানো বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনের আগেও বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিরোধী ঐক্য গড়ে তোলার চেষ্টা

বিরোধী ঐক্য গড়ে তোলার চেষ্টা

২০১৯ লোকসভা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছিলেন। মোদী বিরোধী নেতৃত্বকে তিনি এক জায়গায় আনতে বিশেষ ভূমিকা নিয়েওছিলেন। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

সোনিয়া-মমতা বৈঠকে একতার সুর

সোনিয়া-মমতা বৈঠকে একতার সুর

২০১৯-এ বিরোধীদের সেই ঐক্য মোদী-ঝড়ে ছারখার হয়ে গিয়েছিল। তাই ভোট পরবর্তী সময়ে সেই বিরোধী ঐক্য গড়ে তোলার প্রয়াস আর দেখা যায়নি। বিগত লোকসভা নির্বাচনের এক বছর পর বিরোধীরা এক মঞ্চে এলেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৈঠক করলেন বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে। ফের একতার সুর লক্ষ্য করা গেল।

ঐক্যবদ্ধ ভারতের বার্তা মমতার

ঐক্যবদ্ধ ভারতের বার্তা মমতার

সোনিয়া গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মমতা ফের একবার ফের একবার ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিলেন। এই বার্তায় যেমন জোট-সংকল্প নিলেন বিরোধীরা, তেমনই সোনিয়া গান্ধী মমতাকে বিশেষ গুরুত্ব দেওয়ায় বাংলাতেও ভিন্ন সমীকরণ তৈরির ইঙ্গিত রইল।

বিরোধী ঐক্য গড়তে উদ্যোগ সোনিয়ার

বিরোধী ঐক্য গড়তে উদ্যোগ সোনিয়ার

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং, অশোক গেহলটরা অংশ নিয়েছিলেন এই বৈঠকে। ২০১৯-এর পর কংগ্রেস সভানেত্রী ফের একবার বিরোধীদের ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীদের বার্তা দিলেন। তাঁদের কথা শুনলেন মনোযোগ সহকারে।

বিরোধী-বৈঠকে জোটবদ্ধ লড়াইয়ের ডাক মমতার

বিরোধী-বৈঠকে জোটবদ্ধ লড়াইয়ের ডাক মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দেন। তিনি বলেন, নিট-জয়েন্টে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কীভাবে পরীক্ষা হবে, আমরা পরীক্ষা স্থগিতের আবেদন জানাচ্ছি। কেন্দ্রের হাতে বিকল্প ছিল, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

সমস্ত মুখ্যমন্ত্রীরা এগিয়ে আসুন, ডাক মমতার

সমস্ত মুখ্যমন্ত্রীরা এগিয়ে আসুন, ডাক মমতার

এদিন সোনিয়া গান্ধীর উদ্যোগে বৈঠকে মমতা বলেন, সমস্ত মুখ্যমন্ত্রীরা এগিয়ে আসুন। তিনি একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তাও দেন। মমতা বলেন, বিরোধীদের একজোট হতে হবে। আদালতের শরণাপন্ন হতে হবে। প্রধানমন্ত্রী কোনও উদ্যোগ নেননি। তিনি আইনজীবীদের সঙ্গেও কোনও আলোচনা করেননি।

পিকের কৌশল মেনে মহুয়ার থাবা! দলে দলে বিজেপি থেকে তৃণমূলে 'ঘরওয়াপসি’ পিকের কৌশল মেনে মহুয়ার থাবা! দলে দলে বিজেপি থেকে তৃণমূলে 'ঘরওয়াপসি’

English summary
Mamata Banerjee plays importance role in CM’s meeting in calling of Sonia Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X