For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে বিজেপি-কে রুখতে সোনিয়াকে কীভাবে উস্কে ছিলেন মমতা! কী রণনীতি তৈরি হয়েছিল

কংগ্রেস নিজের ঘর বাঁচাতে জেডিএস-এর সঙ্গে জোট ঘোষণা করে দিয়েছে, সরকার গঠনের জন্য। তবে , কন্নড়ভূমে এই রুদ্ধশ্বাস শেষ মুহুর্তের লড়াইয়ে প্রচ্ছন্ন ভূমিকা রয়েছেমমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটক নির্বাচনে ফলাফল প্রকাশের পর থেকেই গদি দখলের লড়াই তুঙ্গে। শেষ মুহুর্তে ভোট ময়দানের বাইরের লড়াইয়ে রণনীতি তৈরিতে ব্যস্ত বিজেপি, কংগ্রেস দুই শিবিরই । ভোট অঙ্ক বলছে, সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে বিজেপি-কে উঠে আসতে হলে , তাদের প্রয়োজন আরও ৯ টি আসন। বর্তমানে বিজেপি-র দখলে রয়েছে ১০৪ টি আসন। এদিকে , কংগ্রেস নিজের ঘর বাঁচাতে জেডিএস-এর সঙ্গে জোট ঘোষণা করে দিয়েছে, সরকার গঠনের জন্য। তবে , কন্নড়ভূমে এই রুদ্ধশ্বাস শেষ মুহুর্তের লড়াইয়ে প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

কর্ণাটকে বিজেপি-কে রুখতে সোনিয়াকে কীভাবে উস্কে ছিলেন মমতা! কী রণনীতি তৈরি হয়েছিল

গতকাল কর্ণাটক নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সরগরম হতে থাকে দেশের জাতীয় রাজনীতি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচন কার্যত সেমিফাইনাল ম্যাচ কংগ্রেস ও বিজেপি দুই শিবিরের কাছেই। এদিকে, কন্নড়ভূমে বিজেপির আসনের সংখ্যা বাড়তে থাকার ট্রেন্ড দেখেই একের পর এক বিজেপি বিরোধী নেতা নেত্রীদের ফোনকল যায় কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর কাছে। সোনিয়াকে ফোন করেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীকে তিনি স্মরণ করিয়ে দেন যে গোয়ায় ভোট-অঙ্ক কংগ্রেসের পক্ষে থেকেও শেষ মুহুর্তে কেবল পোক্ত রণনীতি দিয়ে কীভাবে বিজেপি জিতেছিল। পাশাপাশি , সোনিয়া গান্ধীকে তিনি আগেভাগে জমি পোক্ত করার পরামর্শ দেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজ্যপালের কাছে যাতে কংগ্রেস আগেই পৌঁছে যায়, সে পরামর্শও সোনিয়াকে মমতা বন্দ্যোপাধ্য়ায় তড়িঘ়ডি ফোন করে দিয়ে দেন বলে খবর।

এদিকে , শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, বিজেপি ঝড় দাক্ষিণাত্যে রুখতে তৎপর হন তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও। চন্দ্রবাবু নাইডু ও কে সি রাওয়ের তরফেও ফোন যান সোনিয়া গান্ধীর কাছে। তাঁরাও বার বার সোনিয়াকে অনুরোধ করেন যাতে ভোট রাজনীতিতে কোনওভাবেই গেরুয়া শিবিরকে একচুল জমিও না ছাড়া হয়। এদিকে, কংগ্রেসের নিজস্ব কিছু রণনীতিও তৈরি ছিল। সব মিলিয়ে কর্ণাটকে জেডিএস-এর সঙ্গে আগে ভাগেই হাত মিলিয়ে নেয় কংগ্রেস। দলের প্রতিনিধিরা দেখা করেন রাজ্য়পালের সঙ্গেও। এদিকে, নিজের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণে এক সপ্তাহ সময় চেয়ে বিজেপি শিবিরও কর্ণাটকের রাজ্যপালের সঙ্গে দেখা করেছে। রুদ্ধশ্বাস এই নাটকীয় পরিস্থিতিতে শেষ হাসি কে হাসে, এখন সেদিকে নজর গোটা দেশের।

English summary
Mamata Banerjee, KCR, Chandrababu gave Sonia Gandhi Goa wake-up call.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X