'গরু' নিয়ে মোদীকে পাল্টা আক্রমণ! তিনি সকালে 'ওম' বলেন অনেকবার, বললেন মমতা
প্রধানমন্ত্রী মোদীর গরু ও ওম শব্দ নিয়ে প্রতিক্রিয়ার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে মঞ্চ থেকে এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রীর চেয়ারকে তিনি অসম্মান করেন না। কিন্তু কেন তা বলা হবে। প্রসঙ্গ বুধবার উত্তরপ্রদেশে একট অনুষ্ঠানে মোদী বলেছিলেন কেউ কেউ গরু কিংবা ওম শব্দ শুনতে আঘাত অনুভব করেন। এটা দুর্ভাগ্যের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করে বলেছিলেন, কেউ কেউ গরু কিংবা ওম শব্দ শুনলে, তাদের চুল খাড়া হয়ে যায়। তাঁরা ভাবেন দেশ ১৬ শতকে পিছিয়ে গিয়েছে। কেউ কি পশু ছাড়া গ্রামীণ অর্থনীতিকে অস্বীকার করতে পারেন, প্রশ্ন করেছিলেন মোদী।
এদিন এরই জবাব দিয়েছেন মমতা। তিনি বলেন. তিনি(মমতা) সকালে অনেকবার ওম শব্দ করেন। তাঁকে (মমতা) ধর্ম শেখানো হচ্ছে বলে মন্তব্য করেন মমতা।
[ বাংলা মাথা নত করবে না! এনআরসি মানব না, সাফ কথা মমতার]
[কাশ্মীর নিয়ে পাকিস্তান নয়, ভারতের ভাষ্যকেই বিশ্ব মান্যতা দেয়, স্বীকার পাক মন্ত্রীর]