For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা মমতার, টুইটারে বার্তা রাহুলেরও

করোনা আক্রান্ত অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা মমতার, টুইটারে বার্তা রাহুলেরও

Google Oneindia Bengali News

করোনা হানা দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আক্রান্ত হয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে টুইট করে এই খবর দেওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনার ঢল পড়ে যায়। শুধু বিজেপি নেতা-কর্মীরাই নন, অমিত শাহর দ্রুত আরোগ্য কমানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরোগ্য কামনা করেন রাহুল গা্ন্ধীও।

করোনা আক্রান্ত অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা মমতার, টুইটারে বার্তা রাহুলেরও

এদিন অমিত শাহের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর মমতা টুইটারে লেখেন- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কোভিড পজিটিভ রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমার প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গেই রয়েছে। রাহুল গান্ধীও টুইট করে দ্রুত আরোগ্য কামনা করেন। লেখেন, দ্রুত আরোগ্য কামনা করছি অমিত শাহজির। তারপর খোঁচাও দেন, প্রধানমন্ত্রী করে সেল্ফ কোয়ারেন্টাইনে যাবেন।

রবিবার অমিত শাহ নিজেই টুইট করে জানান, তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। টেস্ট পজিটিভ আসার পরই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে দিল্লির এইমসে চিকিৎসাধীন কেন্দ্রের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড। মৃদু উপসর্গ দেখার পরই তিনি টেস্ট করান।

অমিত শাহ জানিয়েছেন, তাঁর কোনও অসুবিধা নেই। তবু চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও বার্তা দিয়েছেন অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন টেস্ট করান এবং আইসোলেশনে থাকেন। উল্লেখ্য, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন শাহ। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদীও।

করোনা আক্রান্ত অমিত শাহ, টুইটে বার্তা দিয়েই ভর্তি হলেন দিল্লির এইমসেকরোনা আক্রান্ত অমিত শাহ, টুইটে বার্তা দিয়েই ভর্তি হলেন দিল্লির এইমসে

English summary
Mamata Banerjee and Rahul Gandhi wishes speedy recovery of Home minster Amit Shah from corona. Amit Shah is corona affected and admitted in AIIMS of Delhi after test Positive,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X