For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন নির্বাচনী প্রচারে আন্নার পরামর্শ মেনেই এগোবে তৃণমূল

Google Oneindia Bengali News

আসন্ন নির্বাচনী প্রচারে অন্নার পরামর্শ মেনেই এগোবে তৃণমূল
রালেগন সিদ্ধি, ১৪ ফেব্রুয়ারি : আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্না হাজারেকে দেখে খুব একটা অবাক হবেন না। এমনটা হতেই পারে। ইন্তত পরিকল্পনা তো সে পথেই এগোচ্ছে। গতকালই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় রেলেগান সিদ্ধিতে গিয়ে আন্নার সঙ্গে দেখা করে এসেছেন। আগামী ১৮ নভেম্বর নয়াদিল্লিতে আন্নার সঙ্গে বৈঠকে বসবেন মমতা। তাও পাকা হয়ে গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এদিনের বৈঠকে মূলত নির্বাচনী প্রচারের পরিকল্পনা ঠিক করতেই এদিন আন্নার পরামর্শ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী। এর আগে তৃণমূলের তরফে জানানো হয়েছিল, অন্না যে বিষয়গুলি তুলে ধরেছেন তার অধিকাংশ তাদের আগের ইস্তেহারে রয়েছে৷ অন্নার নতুন পরামর্শ গ্রহণ করার বিষয়েও খোলামনে চিন্তাভাবনা করতে রাজি তৃণমূল।

আগামী ১৮ নভেম্বর নয়াদিল্লিতে আন্নার সঙ্গে বৈঠকে বসবেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাই আন্নার কাছে পৌছে দিয়েছেন মুকুল। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রালেগন সিদ্ধিতে নিজের গ্রামে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন অন্না। মুকুলের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ কে ডি সিংহ। এদিন অন্না বলেন, যে বিষয়গুলি নিয়ে তিনি রাজনৈতিক দলগুলির কাছে মতামত জানতে চেয়েছিলেন, সেগুলির সবকটির উত্তর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়েছেন।

এর পরই মমতা প্রশংসায় আরও একবার মুখ খোলেন আন্না। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাধারণ মানসিকতারপ্রধানমন্ত্রীই দেশের প্রয়োজন। আমি তাঁর জন্য প্রচার করব, ও জনতার কাছে আবেদন করব যেন তাঁরা মমতাকেই জয়ী করেন। একইসঙ্গে মমতার সহজ ও সাধারণ জীবনযাত্রার মান নিয়ে তিনি বলেন, মমতা এখনও ১২x৮ ফুটের ঘরে থাকেন। হাওয়াই চপ্পল ও সাধারণ শাড়ি পড়েন। সরকারি গাড়ি নেন না। বেতন নেন না। যদি মানুষ তার পাশে থাকে তাহলে দেশের পরিবর্তন অবশ্যম্ভাবী।

English summary
Mamata-Anna to campaign together for Lok Sabha election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X