For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দেবেন মল্লিকার্জুন খার্গে

Google Oneindia Bengali News

লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দিতে পারেন মল্লিকার্জুন খার্গে
নয়াদিল্লি, ৩ জুন : দলে ক্রমশই ক্ষোভ বাড়ছে রাহুল গান্ধীকে নিয়ে। আর জনসমক্ষেও চলে আসছে বারে বারে। তাই এবার সবাইকে অবার করে নয়া পন্থা নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। লোকসভায় কংগ্রেসের নেতা হিসাবে মনোনীত করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মল্লিকার্জুন খার্গেকে। যদি লোকসভা স্পিকার কংগ্রেসকে প্রধান বিরোধী দল হিসাবে গণ্য করেন সেক্ষেত্রে খার্গে হবেন প্রধান বিরোধী নেতা।

কংগ্রেসের বরিষ্ঠ নেতা কমল নাথ ৯ বার লোকসভা নির্বাচনে জয়ের পরে প্রো-টেম স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন। কিন্তু খার্গে কর্নাটক থেকে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়ে লোকসভায় গিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধী চাইছেন মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি স্বাধীনভাবে কাজ করতে চান। তখন আরও ছোটাছুটি শুরু হবে ফলে এই দায়িত্ব আপাতত তিনি নেবেন না।

দ্বিতীয়বারের সাংসদ হলেও খার্গে ৯ বারের বিধায়ক কর্ণাটকে। এবং সাতবার তিনি ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে ছিলেন। কংগ্রেস সাংসদের মধ্যে সবচেয়ে প্রবীন এই নেতার দলিত পরিচয়ও তাঁকে লোকসভার বিরোধী নেতার দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে।

আজ, বুধবার থেকে লোকসভার অধিবেশন শুরু হওয়ার কথা। তারই প্রস্তুতি পর্বে কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। কিন্তু শুক্রবার ভোটের মাধ্যমে নয়া স্পিকার নির্বাচিত হওয়ার পরই কংগ্রেসর প্রধান বিরোধী নেতার তকমা পাবেন খার্গে।

এই মহা দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেওয়ার জন্য খার্গে সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়ে বলেন, শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করবে না কংগ্রেস। আমাদের বিরোধিতা হবে ইস্যুভিত্তিক। সমাজ ও জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখেই আমরা বিরোধিতা করব। নয়া দায়িত্ব পালনে যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও দলের অন্যান্য বরিষ্ঠ নেতাদের পরামর্শও প্রয়োজন হবে তাও জানান খার্গে।

English summary
Mallikarjun Kharge to lead Congress in Lok Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X