For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমল হাসানকেই সমর্থন রজনীকান্তের? নির্বাচনের আগে তামিল রাজনীতিতে জোর জল্পনা

Google Oneindia Bengali News

তামিল সুপারস্টার তথা এমএনএম-এর প্রধান কমল হাসান এদিন বৈঠক করলেন আরও এক তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। শনিবার দুই সুপারস্টার ৩০ মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক করেন। উল্লেখ্য, কয়েকদিন আগে শরীর খারাপ হওয়ার পর রাজনীতি থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রজনীকান্ত। তবে তাঁর 'সমর্থন' যে ভোটের ময়দানে 'ট্রাম্প কার্ড' হতে পারে, তা বুঝতে পেরেছেন থালাইভার বন্ধু কমল হাসান।

রাজনীতিতে ফিরছেন রজনীকান্ত?

রাজনীতিতে ফিরছেন রজনীকান্ত?

এর আগে রজনীকান্তের অ্যাসোসিয়েট তথা গান্ধীয়া মক্কল ইয়াক্কমের প্রতিষ্ঠাতা তামিলারুভি মণিয়ান বলেন, রজনীকান্ত কখনও বলেননি যে তিনি 'কোনও দিন' রাজনীতিতে ফিরবেন না, তিনি শুধু জানান এই মুহূর্তে নির্বাচনের আগে রাজনীতিতে তিনি ঢুকছেন না। উল্লেখ্য, রজনীর মাক্কাল মান্দ্রাম ভেঙে দেওয়ার পর নতুন এই সংগঠন গড়া হয়। এই বিষয়ে মণিয়ন জানান, ভবিষ্যতে রজনী যখনই রাজনীতিতে আসবেন, তখনই তাঁর দল রজনীর সঙ্গে কাজ করবে।

রাজনীতিতে পা রাখার কথা ছিল রজনীকান্তের

রাজনীতিতে পা রাখার কথা ছিল রজনীকান্তের

নতুন বছরেই রাজনীতিতে পা রাখার কথা ছিল রজনীকান্তের। কিন্তু, কোনও রাজনৈতিক দল গঠন করবেন না বলে গত বছরের শেষেই জানিয়ে দেন তিনি। যদিও তাঁর এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন অনুরাগীরা। তিনি যাতে রাজনীতিতে যোগ দেন তার জন্য গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর অনুরাগীরা বিক্ষোভ দেখান। তবে এভাবে বার বার রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ করে তাঁকে কষ্ট না দেওয়ার জন্য অনুরাগীদের কাছে অনুরোধ করেছিলেন তিনি।

থালাইভার এসিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগীরা

থালাইভার এসিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগীরা

যদিও থালাইভার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগীরা। আর সেই কারণে গতকাল চেন্নাইয়ের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ দেখান তাঁরা। এদিকে অনুরাগীদের এই ধরনের আচরণে খুবই কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন রজনীকান্ত। এ প্রসঙ্গে একটি বিবৃতিতে তিনি বলেন, 'রাজনীতিতে কেন যোগ দিতে পারব না সেই কারণগুলো আগেই বিস্তারিতভাবে জানিয়েছি। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। দয়া করে আমাকে বারবার একই অনুরোধ করে কষ্ট দেবেন না। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে এই অনুষ্ঠান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'

English summary
Makkal Needhi Maiam supremo Kamal Haasan held talks with Rajinikanth on Saturday for over 30 minutes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X