For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালওয়ান সংঘর্ষের পর প্রথম বৈঠক সুরাহাহীন! ফের মেজর জেনারেল পর্যায়ের বৈঠক আজ

Google Oneindia Bengali News

চিনা সেনার সঙ্গে সংঘর্ষের পরই লাদাখেও বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই আবহে দুই দেশের মেজর জেনারেল পর্যায়ে তিন ঘণ্টার বৈঠক হয়েছিল বুধবার। তবে সেই বৈঠক থেকে সুষ্ঠু সমাধান সূত্র অধরাই রয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে ফের আজ এই বিষয়ে বৈঠকে বসছেন দুই দেশের সেনা আধিকারিকরা।

শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটানোর বিষয়ে দুই পক্ষই সহমত

শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটানোর বিষয়ে দুই পক্ষই সহমত

প্রসঙ্গত, লাদাখে ভারত-চিন সেনার মধ্যে সংঘর্ষের প্রায় দুই দিন পর বুধবার শীর্ষ পর্যায়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটানোর বিষয়ে দুই পক্ষই সহমত হয়।

চিন তাঁদের অভিযোগ থেকে সরছে না

চিন তাঁদের অভিযোগ থেকে সরছে না

যদিও চিন তাঁদের অভিযোগ থেকে সরছে না। তাদের দাবি ভারতের উস্কানিতেই গালওয়ান উপত্যকায় এই সংঘর্ষ বেধেছিল। এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিনের তরফে পদক্ষেপ নিতে বলা হয়। এবং বিষয়টির তদন্তেরও আবেদন জানানো হয়। তবে পরবর্তীতে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের বিবৃতিতে ফের উঠে আসে শআন্তিবার্তার কথা।

বেজিংকে কড়া বার্তা জয়শঙ্করের

বেজিংকে কড়া বার্তা জয়শঙ্করের

এদিকে চিনের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে চিনের বিদেশমন্ত্রীকে পাল্টা তোপ দেগে জয়শঙ্কর বলেন, লাদাখে যা ঘটেছে তা চিনা সেনার তরফে আগের থেকে পরিকল্পিত ছিল। এবং ভারত শান্তিপূর্ণ দেশ হলেও উস্কিনা দেওয়া হলে পিছিয়ে থাকবে না। জয়শঙ্কর আরও জানান এই উত্তেজনার জেরে দুই দেশের সমপর্ক খারাপ হচ্ছে তা দিল্লি চায় না।

লাদাখে বাড়তি বাহিনী মোতায়েন

লাদাখে বাড়তি বাহিনী মোতায়েন

এরই মধ্যে লাদাখে বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রের খবর, বুধবারই লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কনভয়ের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে সীমান্তের দিকে ভারতীয় সেনা এগোচ্ছে। তাছাড়া উত্তরাখণ্ডের চামোলি জেলায় চিন সীমান্ত বরাবর সতর্ক প্রহরা দিচ্ছে ভারতীয় সেনা।

উত্তরাখণ্ডেও বাড়তি সেনা মোতায়েন

উত্তরাখণ্ডেও বাড়তি সেনা মোতায়েন

সেনা সূত্রে খবর, চামোলিতে আরও বেশি করে সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা জওয়ানরা প্রতিনিয়ত সেই পরিস্থিতিতে শত্রুকে প্রতিহত করতে প্রয়োজনীয় অনুশীলন করে চলেছেন। এর আগে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী গ্রামগুলির প্রধানকে স্যাটেলাইট ফোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

<strong>লাদাখের উত্তেজনার মাঝেই অশান্ত কাশ্মীর! পুলওয়ামায় খতম পাক মদতপুষ্ট জঙ্গি, জারি অপারেশন</strong>লাদাখের উত্তেজনার মাঝেই অশান্ত কাশ্মীর! পুলওয়ামায় খতম পাক মদতপুষ্ট জঙ্গি, জারি অপারেশন

English summary
Major General level meeting to be held today about India China face off in Galwan Valley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X