For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভটিজিং করলে এবার প্রকাশ্য রাস্তায় খাঁচাবন্দি করা হবে

  • |
Google Oneindia Bengali News

মীরঠ, ১১ সেপ্টেম্বর : ইভটিজিং রুখতে এক অভিনব পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ প্রশাসন। এমনিতেই সেখানে মহিলাদের সম্ভ্রম খোয়ানোর হার দেশের মধ্যে অন্যতম বেশি। আর সেবিষয়টিকে মাথায় রেখে এবার থেকে রাস্তায় মহিলাদের বিরক্ত করা ইভটিজারদের অভিনব শাস্তি দিতে চলেছে প্রশাসন।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুজফফর নগরের জেলা শাসক নিখিলচন্দ্র শুক্লা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এলাকায় এলাকায় রাস্তার মোড়ে খাঁচা বসাতে। কোনও মহিলাকে জ্বালাতন করতে দেখলেই সোজা ঢুকিয়ে দেওয়া হবে এই খাঁচায়। এটির নাম দেওয়া হয়েছে 'মজনু পিঞ্জরা'।

ইভটিজিং করলে এবার প্রকাশ্য রাস্তায় খাঁচাবন্দি করা হবে


জেলাশাসক জানিয়েছেন, একেবারে জনবহুল রাস্তায় এগুলি বসানো হবে যাতে দুষ্কর্মকারীদের চিনতে পারে সাধারণ পথচলতি মানুষ।

প্রসঙ্গত, ২০১৩ সালে একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করেই মুজফফর নগরের কওয়াল ও হেবন্তপুর গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় যাতে বহু মানুষ প্রাণ হারান। এমন ঘটনা যাতে আর না ঘটে তা এড়াতেই রাস্তায় ঘোরা রোমিওদের বশে আনতে চাইছে পুলিশ।

English summary
Majnu cage prepared in Muzaffarnagar to combat eve teasing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X