For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ইয়ে লো আজাদি', চিৎকার করেই গুলি! জামিয়া চত্বরের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শূন্যে গুলি ছোঁড়ার ঘটনা নিয়ে তোলপাড় রাজধানী দিল্লি। সেখানে একটি সিএএ বিরোধী মিছিলকে লক্ষ্য করে এক যুবক স্লোগান দিতে থাকে। আর তা করতে করতেই হাতের বন্দুক উঁচিয়ে শূন্যে গুলি ছোঁড়া শুরু করে। ব্যক্তি কে বা তার পরিচিতি কী ? মিছিলকে লক্ষ্য করে সে কী বলতে চেয়েছিল? তা নিয়ে উঠছে বেশ কয়েকটি তথ্য।

 বন্দুক হাতে ব্যক্তিটি আসলে কে?

বন্দুক হাতে ব্যক্তিটি আসলে কে?

বন্দুক হাতে ব্যক্তিটির পরিচয় হিসাবে জানা গিয়েছে, তার নাম। খবর, রামভক্ত গোপাল। উল্লেখ্য, দিল্লির জামিয়া সংলগ্ন এলাকা হোলি ফ্যামিলি হাসপাতালের কাছে একটি সিএএ বিরোধী মিছিল এদিন বের হয়। আর মিছিল বাইরে আসতেই এমন গুলি চালানোর ঘটনা ঘটে।

 'ইয়ে লো আজাদি'..

'ইয়ে লো আজাদি'..

সিএএ বিরোধী মিছিল একদিকে চলছিল, আর অন্যদিকে, বন্দুক তাক করে এগিয়ে আসতে থাকে এই যুবক রাম গোপাল ভক্ত। তার মুখে সেই সময় উঠে আসে, ' কার চাই আজাদি?..' এরপরই সে শূন্যে গুলি চালাতে থাকে। এরপর ফের একবার হুঁশিয়ারির সুরে রাম গোপাল ভক্ত বলে,'আমি দেব আজাদি..'।

গুলিতে মুহূর্তে আহত হন এক পড়ুয়া

এদিকে, এই গোলাগুলির কারণে মুহূর্তে আহত হয়ে মাটিতে পড়ে যান জনৈক শাদাব ফারুক। শাদাব সেই সময় সিএএ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল। আর গুলিতে শাদাব আহত হতেই তাঁকে তড়িঘড়ি এইমস-এ ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লির পুলিশ কর্তা চিন্ময় বিসওয়াল।

English summary
Main Dunga Azadi, souts man while firing in Jamia at Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X