For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডকালে স্বাস্থ্যখাতে কেন্দ্রের দেওয়া অর্থ ব্যবহারে সবচেয়ে পিছিয়ে মহারাষ্ট্র, বাংলা কোথায় তালিকায়

কোভিডকালে স্বাস্থ্যখাতে কেন্দ্রের দেওয়া অর্থ ব্যবহারে সবচেয়ে পিছিয়ে মহারাষ্ট্র, বাংলা কোথায় তালিকায়

  • |
Google Oneindia Bengali News

কোভিড আছড়ে পড়ার পর থেকেই স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন রাজ্যকে অনুদান দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই অর্থ ব্যবহার করেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ করেছে রাজ্যগুলি। এবার দেখা গেল, কেন্দ্রের এই অর্থের ব্যবহারে সবচেয়ে পিছিয়ে মহারাষ্ট্র। কেন্দ্রের মোট অনুদানের মাত্র ১ শতাংশ ব্যবহার করেছে তারা৷

কেন্দ্রের দেওয়া অর্থের কতটা খরচ করেছে রাজ্যগুলি?

কেন্দ্রের দেওয়া অর্থের কতটা খরচ করেছে রাজ্যগুলি?

সবমিলিয়ে ৬০৭৫ কোটি টাকা পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করেছিল কেন্দ্র। এমার্জেন্সি কোভিড রেস্পন্স প্যাকেজে এই অর্থ বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে মাত্র ১৬২৯ কোটি টাকা অর্থাৎ ২৭ শতাংশ টাকা ব্যয় করেছে রাজ্যগুলি। কোভিডকালে সাম্ভাব্য সমস্ত সমস্যা আঁচ করা এবং তার প্রতিকারে ব্যয় হওয়ার কথা ছিল এই অর্থ।

কেন্দ্রের দেওয়া অর্থের সঠিক ব্যবহার করতে ব্যর্থ রাজ্যগুলি?

কেন্দ্রের দেওয়া অর্থের সঠিক ব্যবহার করতে ব্যর্থ রাজ্যগুলি?

বাস্তবে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করলেও তা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি রাজ্যগুলি। রাজস্থান যেমন, বরাদ্দের মাত্র ৫ শতাংশ ব্যয় করতে পেরেছে কংগ্রেস শাসিত এই রাজ্যটি। বাদ নেই উত্তরপ্রদেশও, বরাদ্দের মাত্র ৯ শতাংশ কাজে লাগিয়েছে যোগী সরকার৷ বিহারও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট রাজ্য এটি। এই রাজ্যে হামেশাই স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তা সত্ত্বেও বিহার মোট বরাদ্দের মাত্র ১৮ শতাংশ অর্থ খরচ করতে পেরেছে৷ সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরলের কোভিড পরিস্থিতি সকলেরই জানা। অনেকেই মনে করেন, দ্বিতীয় ঢেউ আনার জন্য দায়ী বামশাসিত রাজ্যটি। এই রাজ্যটিও কেন্দ্রের বরাদ্দের মাত্র ২০ শতাংশ খরচ করেছে।

কী বলছে তথ্য?

কী বলছে তথ্য?

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বছরের অগাস্ট মাস অবধি নিজেদের ভাগের ৫০ শতাংশ অর্থ অনুদানে দিয়ে ফেলেছিল সরকার৷ তারা জানায়, 'বাকি ৫০ শতাংশ অর্থও রাজ্যগুলিকে দিয়ে দেওয়া হবে। তাদের দেওয়া অর্থের ৫০ শতাংশ খরচ করলেই ফের টাকা পাঠানো হবে।' কিন্তু কোন কোন রাজ্য এই অর্থ ব্যয় করতে পেরেছে? সরকারি তথ্য বলছে, দিল্লি, পশ্চিমবঙ্গ, পঞ্জাব,হরিয়ানা, তামিলনাড়ু ইতিমধ্যেই কেন্দ্রের পাঠানো অর্থের ৫০ শতাংশ ব্যয় করে ফেলেছে।

English summary
Maharashtra is lagging behind in the use of money provided by center for health
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X