For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র ও হরিয়ানাতে কে এগিয়ে? জেনে নিন বুথ ফেরত সমীক্ষা

মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোটাভুটি শেষে পালা ফলাফলের। দুই রাজ্যেই লড়াইয়ের শেষে কোন দল বা জোট শেষ হাসি হাসে সেটাই এখন দেখার। মহারাষ্ট্রে পাঁচবছর চলেছে বিজেপির জোট সরকার। হরিয়ানায়ও বিজেপি সরকার চলেছে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোটাভুটি শেষে পালা ফলাফলের। দুই রাজ্যেই লড়াইয়ের শেষে কোন দল বা জোট শেষ হাসি হাসে সেটাই এখন দেখার। মহারাষ্ট্রে পাঁচবছর চলেছে বিজেপির জোট সরকার। হরিয়ানায়ও বিজেপি সরকার চলেছে। দুই জায়গাতেই কংগ্রেস বহুদিন ক্ষমতায় থাকলেও পট পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। এবারের ভোটেও কি একই অবস্থা বজায় থাকবে? বিজেপি ও তাদের জোট ফের ক্ষমতায় ফিরবে, নাকি চাকা গড়াবে অন্যদিকে। ভোট পর্ব মিটে যাওয়ার পরই প্রকাশিত হবে বুথ ফেরত সমীক্ষার ফল। সকলের নজর থাকবে সেদিকেই। সমস্ত খবরের জন্য নজর রাখুন নিচের লাইভ আপডেটে।

LIVE মহারাষ্ট্র ও হরিয়ানা ভোটের বুথ ফেরত সমীক্ষার ফল একনজরে

Newest First Oldest First
7:17 PM, 21 Oct

নিউজ এক্স-পোলস্ট্র্যাট-এর সমীক্ষা বলছে হরিয়ানাতে বিজেপি পেতে চলেছে ৭৭টি আসন। কংগ্রেস পাবে মাত্র ১১টি আসন। অন্যান্যরা পাবে ২টি আসন।
7:16 PM, 21 Oct

টিভি ৯ ভারতবর্ষ-এর সমীক্ষা বলছে হরিয়ানাতে বিজেপি পেতে চলেছে ৪৭টি আসন। কংগ্রেস পাবে ২৩টি আসন। অন্যান্যরা পাবে ২০টি আসন।
7:16 PM, 21 Oct

জন কি বাত-এর সমীক্ষা বলছে হরিয়ানাতে বিজেপি পেতে চলেছে ৫৭টি আসন। কংগ্রেস পাবে ১৭টি আসন। অন্যান্যরা পাবে ১৬টি আসন।
7:13 PM, 21 Oct

পোলস অফ পোলস-এর সমীক্ষা বলছে বিজেপি হরিয়ানাতে পেতে চলেছে ৬৩টি আসন। কংগ্রেস পাবে ১৬টি আসন। অন্যান্যরা পাবে ১১টি আসন।
7:12 PM, 21 Oct

টাইমস নাও-এর সমীক্ষায় হরিয়ানাতে বিজেপি পেতে চলেছে ৭১টি আসন। কংগ্রেস পাবে মাত্র ১১টি আসন। অন্যান্যরা পেতে পারে ৮টি আসন।
7:09 PM, 21 Oct

এনডিটিভি-র সমীক্ষা হরিয়ানার ক্ষেত্রেও এগিয়ে রেখেছে বিজেপিকে। বিজেপি হরিয়ানাতে পেতে চলেছে ৬৬টি আসন। কংগ্রেস পাবে ১৪টি আসন। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ও অকালি দল পেতে পারে ২টি আসন।
7:05 PM, 21 Oct

এনডিটিভি-র সমীক্ষা অনুযায়ী বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে পেতে চলেছে ২১১টি আসন। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৬৪টি আসন। অন্যান্যরা পেতে পারে ১৩টি আসন।
6:58 PM, 21 Oct

পোলস অফ পোলস-এর সমীক্ষা বলছে বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ২১৩টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৬১টি আসন। অন্যান্যরা পেতে পারে ১৪টি আসন।
6:57 PM, 21 Oct

জন কি বাত-এর সমীক্ষা বলছে বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ২২৩টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৫৪টি আসন। অন্যান্যরা পেতে পারে ১১টি আসন।
6:56 PM, 21 Oct

টিভি৯ মারাঠির সমীক্ষা বলছে বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ১৯৭টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৭৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ১৬টি আসন।
6:55 PM, 21 Oct

এবিপি-সি ভোটারের সমীক্ষা বলছে বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ২০৪টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৬৯টি আসন। অন্যান্যরা পেতে পারে ১৫টি আসন।
6:54 PM, 21 Oct

সিএনএন নিউজ১৮-আইপিএসওএস-এর সমীক্ষা বলছে বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ২৪৩টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে মাত্র ৪১টি আসন। অন্যান্যরা পেতে পারে ৪টি আসন।
6:53 PM, 21 Oct

ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা বলছে বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ১৮১টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৮১টি আসন। অন্যান্যরা পেতে পারে ২৬টি আসন।
6:48 PM, 21 Oct

টাইমস নাওয়ের সমীক্ষা বলছে বিজেপি জোট মহারাষ্ট্রে ২৩০ টি আসন পাবে। কংগ্রেস জোট পাবে ৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ১০টি আসন।
6:45 PM, 21 Oct

একের পর এক সমীক্ষার ফল আসতে শুরু করেছে।
6:32 PM, 21 Oct

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রথম সমীক্ষা রিপোর্ট সামনে এল। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিসের সমীক্ষা বলছে, বিজেপি শিবসেনা ফের একবার ক্ষমতায় আসতে চলেছে।
2:45 PM, 21 Oct

লোকসভা নির্বাচনের পর এটা বড় পরীক্ষা বিজেপি ও কংগ্রেসের সামনে। দেখার কে নিজেদের প্রমাণ করতে পারে।
2:45 PM, 21 Oct

মহারাষ্ট্র ও হরিয়ানায় কোন দল এবার সরকার গড়বে, এবার সেদিকেই নজর থাকবে সকলের।
2:44 PM, 21 Oct

ভোট পর্ব মিটলেই সন্ধ্যা নাগাদ সামনে আসবে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট।

English summary
Maharashtra & Haryana Election Exit Poll Results 2019 LIVE updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X