For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Shirdi Accident: নাসিক-সিরডি হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ১০

বড়সড় দুর্ঘটনা মহারাষ্ট্রের নাসিকে। শুক্রবার সকালে নাসিক-সিরডি হাইওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। যেখানে একটি যাত্রী বোঝাই লাক্সারি বাস ট্রাকে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। আর এরপরেই বাসটি উল্টে যায় বলে খবর। এখনও পর্যন্ত

  • |
Google Oneindia Bengali News

বড়সড় দুর্ঘটনা মহারাষ্ট্রের নাসিকে। শুক্রবার সকালে নাসিক-সিরডি হাইওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। যেখানে একটি যাত্রী বোঝাই লাক্সারি বাস ট্রাকে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। আর এরপরেই বাসটি উল্টে যায় বলে খবর। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ৪০ জন আহত হয়েছেন বলে খবর।

নাসিক-সিরডি হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা

যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

আহত যাত্রীদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কীভাবে এই ঘটনাটি ঘটক তা এখনও স্পষ্ট নয়। তবে ঘন কুয়াশার কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ প্রশাসন। শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে ঘটনার জেরে স্তব্ধ জাতীয় সড়কের উপর যান চলাচল। তীব্র যানজট তৈরি হয়েছে গোটা রাস্তা জুড়ে।তা সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাসে থাকা সবাই তীর্থযাত্রী। সাঁইবাবার দর্শন করতে সমস্ত তীর্থযাত্রীই শিরডি যাচ্ছিলেন বলে খবর। নাসিক এবং -সিরডি হাইওয়ের Pathare এলাকাতে ভয়াবহ এই দুর্ঘটনার মধ্যে পড়ে বাসটি।

স্থানীয় পুলিশ জানাচ্ছে, আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা খুবই গুরুতর। ফলে দ্রুত তাদের সরিয়ে সিন্নার রুরাল হাসপাতাল এবং সিন্নারের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি যা তাঁদের মৃতের সংখ্যা একধাক্কায় অনেকটাই বাড়তে পারে। বলছেন উদ্ধারকারী দলের একাংশ।

স্থানীয় Wavi police -এর তরফে জানানো হয়েছে, লাক্সারি বাসটি থানে জেলার অম্বরনাথ থেকে ছেড়েছিল। মোট ৪৫ জন তীর্থযাত্রীকে নিয়ে এই বাস সিরডির উদ্দেশ্যে আসছিল বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। সারা রাত ধরেই বাস ড্রাইভ করেছিলেন ড্রাইভার। ফলে সকালের দিকে চোখ লেগে আসার কারণেই এই দুর্ঘটনা কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। শুধু তাই নয়, বাসের পারমিট সহ সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত মাসেও নাসিক এবং -সিরডি হাইওয়েতে একই ভাবে একটি দুর্ঘটনার ঘটনা ঘটে। সিরডি যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। যদিও সেই ঘটনায় মাত্র দুজনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনঃরাবৃত্তি। বারবার ওই হাইওয়েতে দুর্ঘটনার কারণ কি সেটিও খতিয়ে দেখছেন স্থান ীয় পুলিশ আধিকারিকরা।

অন্যদিকে এই ঘটনার বিস্তারিত খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং মৃতদের জন্যে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি।

English summary
Maharashtra chief minister announced 5 lakh ex gratia as 10 people killed in a bus accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X