For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র–অন্ধ্রপ্রদেশে ভ্যাকসিনের ঘাটতি, মানতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী

মহারাষ্ট্র–অন্ধ্রপ্রদেশে ভ্যাকসিনের ঘাটতি, মানতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের মাঝেই ভ্যাকসিনের ঘাটতি নিয়ে অভিযোগ উঠতে শুরু করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন প্রথমেই মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি রয়েছে এটা মানতে নারাজ। বরং তিনি জানিয়েছেন কিছু কিছু রাজ্যের সরকার নিজেদের ব্যর্থতার ওপর থেকে নজর সরাতে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের গুজব রটাচ্ছে।

মহারাষ্ট্র–অন্ধ্রপ্রদেশে ভ্যাকসিনের ঘাটতি, মানতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী


প্রসঙ্গত, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে যে তারা কেন্দ্রকে ভ্যাকসিনের ঘাটতির সম্পর্কে অবগত করেছে। হর্ষ বর্ধন জানান যে ভ্যাকসিন সরবরাহের ওপর নজরদারি করা হচ্ছে এবং কয়েকটি রাজ্য টিকাকরণের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। মন্ত্রী বলেন, '‌মহারাষ্ট্রের জন প্রতিনিধির দ্বারা ভ্যাকসিনের ঘাটতি নিয়ে বিবৃতি আমি দেখেছি। মহামারি রোধ করতে মহারাষ্ট্র সরকার বারংবার ব্যর্থ হচ্ছে বলে মানুষের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর এটা বাজে প্রয়াস ছাড়া আর কিছুই নয়। দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ করতে মহারাষ্ট্র সরকারের অক্ষমতা বোধগম্য। জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মুর্খামিকে তা আরও জটিল করে তোলে। প্রকৃত–সময়েই ভ্যাকসিন সরবরাহের ওপর নজরদারি চলছে এবং রাজ্য সরকারগুলিকে এ সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। ভ্যাকসিনের ঘাটতি রয়েছে এটি একেবারে ভিত্তিহীন অভিযোগ।’‌

হর্ষ বর্ধন এও জানিয়েছেন যে স্বাস্থ্য কর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকাদানের ব্যাপারেও মহারাষ্ট্র সরকারের দারুণ উদ্যোগ লক্ষ্য করা যায়নি। তিনি বলেন, '‌মহারাষ্ট্র মাত্র ৪১ শতাংশ স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ দিতে সফল হয়েছে। সেরকমই দিল্লি ও পাঞ্জাবেও ৪১ শতাংশ ২৭ শতাংশ। ফ্রন্টলাইন কর্মীদের ক্ষেত্রে মহারাষ্ট্র সরকার ৭৩ শতাংশকে প্রথম ডোজ দিয়েছে।’‌

এর আগে বুধবার, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন যে তিনি কেন্দ্রকে অবগত করেছেন যে রাজ্যে ১৪ লক্ষ ডোজ বাকি রয়েছে যা কেবল তিন দিন স্থায়ী হবে। রাজ্যের প্রত্যেক সপ্তাহে ৪০ লক্ষ করে ভ্যাকসিন ডোজের প্রয়োজন তবেই রাজ্য দৈনিক ৬ লক্ষ করে টিকাকরণ করার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে। এই ভ্যাকসিন ডোজ পর্যাপ্ত নয়। প্রসঙ্গত টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৮২ লক্ষ মানুষের টিকাকরণ করানো হয়েছে।

ভাঁড়ারে টান, জরুরিভিত্তিতে কেন্দ্রের থেকে ১ কোটি করোনা টিকা চাইছে অন্ধ্রভাঁড়ারে টান, জরুরিভিত্তিতে কেন্দ্রের থেকে ১ কোটি করোনা টিকা চাইছে অন্ধ্র

English summary
Health Minister Harsh Vardhan refuses to admit vaccine shortages in Maharashtra and Andhra Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X