For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌সাভারকরের ছবি দেওয়া খাতা বিলি করায় প্রধান শিক্ষককে বহিস্কৃত করল মধ্যপ্রদেশ সরকার

‌সাভরকরের ছবি দেওয়া খাতা বিলি করায় প্রধান শিক্ষককে বহিস্কৃত করল মধ্যপ্রদেশ সরকার

Google Oneindia Bengali News

সরকারি স্কুলের পড়ুয়াদের বীর সাভারকরের কভার দেওয়া খাতা বিনামূল্যে বিতরণ করায় প্রধান শিক্ষককে বহিস্কার করল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। ঘটনাটি ঘটেছে রত্লাম জেলার মালওয়াসার সরকারি স্কুলে।

‌সাভরকরের ছবি দেওয়া খাতা বিলি করায় প্রধান শিক্ষককে বহিস্কৃত করল মধ্যপ্রদেশ সরকার


জানা গিয়েছে, প্রধান শিক্ষক আর কে কেরাওয়াতকে মঙ্গলবার রাতে দু’‌সপ্তাহের জন্য বহিস্কার করে দেওয়া হয়। জানা গিয়েছে, এক সংগঠনের পক্ষ থেকে হিন্দুত্ব আদর্শবাদীর ছবি দেওয়া খাতা পড়ুয়াদের মধ্যে বিলি করা হয়। রত্লাম জেলার শিক্ষা অধিকর্তা কে সি শর্মা বলেন, '‌মহকুমা কমিশনার (‌উজ্জয়নি ডিভিশন)‌ বহিস্কার করেছেন আর এন কেরাওয়াতকে, যিনি মালওয়াসের সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক। তদন্তের রিপোর্টের ভিত্তিতে এই বহিস্কার করা হয়েছে।’‌ জানা গিয়েছে, বীর সাভারকর মঞ্চ নামে এক সংগঠন গত বছরের ৪ নভেম্বর পড়ুয়াদের মধ্যে লম্বা খাতা বিতরণ করে। সেই খাতাগুলির কভারে বীর সভরকারের ছবি ছিল। অভিযোগের ভিত্তিতে কেরাওয়াতের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। প্রধান শিক্ষকের জবাবের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে তা মহকুমা কমিশনারের কাছে পাঠানো হয়।

কংগ্রেস সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের। টুইটারে তিনি কমল নাথ সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, '‌তুচ্ছ রাজনীতি’‌। তিনি বলেছেন, 'কমলনাথ জি, বীর সাভরকারের প্রতি আপনার ঘৃণায় আপনি সম্পূর্ণ অন্ধ হয়ে গেছেন‌। কংগ্রেসের ধারণাতেই আপনি নিজের দেশের মহান ব্যক্তিত্বকে অপমান করছেন। আপনার কাজ দেখে রাজ্য লজ্জিত।’‌ সাভরকারকে নিয়ে আগেও সরব হয়েছে কংগ্রেস সরকার। গত বছরের ১৪ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া কংগ্রেসের রাহুল গান্ধীর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি বলছেন, '‌আমি রাহুল গান্ধী, রাহুল সাভরকার নই।’‌

বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজকুমার চৌহানবিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজকুমার চৌহান

English summary
Principal R N Kerawat was suspended Tuesday night, over two months after the notebooks carrying pictures of the Hindutva ideologue were distributed to the students of his school by an organisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X