For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP election 2022: ভোটের আগেই যোগীর রাজ্যে ৪ কোটি বাড়িতে পড়ল পদ্ম ছাপ

UP election 2022: ভোটের আগেই যোগীর রাজ্যে ৪ কোটি বাড়িতে পড়ল পদ্ম ছাপ

Google Oneindia Bengali News

যোগীর রাজ্যে তুলকালাম কাণ্ড। জোর তৎপরতা শুরু করে দিল বিজেপি। অমিত শাহ এবং যোগীর হাত ধরে ঘরে ঘরে পদ্মছাপ পৌঁছে দেওয়ার কর্মসূচির সূচনা হয়ে গেল। এবার পশ্চিম উত্তর প্রদেশে ঘরে ঘরে পদ্মছাপ পৌঁেছ দেওয়া হবে। প্রায় ৪ কোটি বাড়িতে পদ্ম চিহ্নের ছাপ দেওয়া হবে। পশ্চিম উত্তর প্রদেশের কিরানা থেকে এই কর্মসূচির সূচনা করেছেন তিনি। এক মূল উদ্দেশ্যই হল বিজেপির প্রতীকের সঙ্গে ভোটারদের পরিচিতি করানো।

UP election 2022: ভোটের আগেই যোগীর রাজ্যে ৪ কোটি বাড়িতে পড়ল পদ্ম ছাপ

পশ্চিম উত্তর প্রদেশেই বেশি নজর দিচ্ছে বিজেপি তার অন্যতম কারণ হল গত বিধানসভা ভোটে সবথেকে বেশি আসন এই পশ্চিম উত্তর প্রদেশ থেকে পেয়েছিল বিজেপি। সেকারণে একাধিক উন্নয়ন মূলক কর্মসূচি এই পশ্চিম উত্তর প্রদেশকে কেন্দ্র করেই করেছে গেরুয়া শিবির। গত এক মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কটি প্রকল্পের উদ্বোধন করেছেন সবকটিই এই পশ্চিম উত্তর প্রদেশে।

তারপরেই হরঘর ভাচপা নামে এই কর্মসূচির সূচণা করেনঅমিত শাহ এবং যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজ জেলায় ইতিমধ্যেই বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে বিজেপি। সেখানে বিজেপি বা যোগী সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের প্রচার করছেন তাঁরা। সেই উন্নয়নের ধারা বজায় রাখতে বাড়ি বাড়ি গিয়ে দলের ভোট চাইছেন বিজেপি কর্মীরা। রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতেই বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কাজের খতিয়ান দিয়ে আসছেন তাঁরা। সেই সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন দলের প্রতীকের সঙ্গে।

প্রয়াগরাজে বেশি করে এই প্রচার কর্মসূচিেত জোর দেওয়া হয়েছে। এখানকার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মেজা, কারাচানা, এলাহাবাদ পশ্চিম, এলাহাবাদ উত্তর, এলাহাবাদ দক্ষিণ, ফুলপুর, ফাফামু, প্রতাপপুর, হান্ডিয়া, বরা, সোরন এবং কোরন এই সবকটি জায়গাতেই জোর কদমে চলছে বিজেপির এই প্রচার কর্মসূচি। প্রয়াগরাজ জেলার ৬০ মণ্ডলেও চলছে বিজেপির এই প্রচার। ঘরে ঘরে প্রচার ছাড়াও সোশ্যাল মিডিয়ার প্রচারেও জোর দিয়েছে িবজেপি। কারণ করোনা সংক্রমণের কারণে জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত রাজ্যে সব মিটিং মিছিল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন।

সেই সঙ্গে প্রচারে নতুন স্লোগানও শুরু হয়েছে। বিজেপি কর্মীরা স্লোগান দিচ্ছেন 'পুরি হুই সবকি আস, হরঘর হুয়া বিকাশ'। ২০১৭ সালের বিধানসভা ভোটে যে কেন্দ্রগুলিতে ভোট কম এসেছিল বিজেপির ঘরে সেই কেন্দ্রগুলিতে প্রচারে ঝড় তুলেছে গেরুয়া িশবির। শহরতলিতেও জোর কদমে চলছে প্রচার। রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প করে বিজেপি কর্মীরা যোগী সরকারের কাজের খতিয়ান দিচ্ছেন। দলের প্রতীক সম্পর্কে সাধারণ ভোটারদের পরিচিত করছেন।

English summary
Lotus stamp in 4 crore hose of up new campaign kick start befor UP assembly election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X