For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চম দফায় সারা দেশের মধ্যে বাংলায় গড়ে ভোট পড়ল সবচেয়ে বেশি

এদিন সোমবার অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। প্রায় ৯ কোটি ভোটার এদিন ভোটদান করবেন।

  • |
Google Oneindia Bengali News

এদিন সোমবার অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। প্রায় ৯ কোটি ভোটার এদিন ভোটদান করবেন। সাতটি রাজ্যের মোট ৫১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। মোট প্রার্থীর সংখ্যা ৬৭৪ জন। ২০১৪ সালে এই ৫১টি কেন্দ্রের মধ্যে ৪০টিতে জয় পেয়েছিল কেন্দ্রের বর্তমান শাসক দল বিজেপি। কংগ্রেস পেয়েছিল মাত্র দুটি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৭টি আসন। এবার দেখার পঞ্চম দফার ৫১টি আসনে ফলাফলের দিন কী উঠে আসে। পঞ্চম দফা ভোটের সমস্ত আপডেট পেতে নজর রাখুন এই পেজে।

 শ্রীরামপুরে ভোটারদের ঠান্ডা পানীয় বিলির অভিযোগ

পঞ্চম দফার সমস্ত আপডেট একনজরে

Newest First Oldest First
6:50 PM, 6 May

বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭৩.৯৭ শতাংশ। বনগাঁ - ৭৬.১৮ শতাংশ ব্যারাকপুর - ৭১.২৮ শতাংশ হাওড়া - ৬৭.৫৯ শতাংশ উলুবেড়িয়া - ৭৭.৫৭ শতাংশ শ্রীরামপুর - ৭৩.৩১ শতাংশ হুগলি - ৭৬.১৪ শতাংশ আরামবাগ - ৭৫.৭৩ শতাংশ
6:41 PM, 6 May

বনগাঁর হিংলিতে বোমাবাজির ঘটনায় কৈলাস বলেন আমাদের বোমা বানানোর লাইসেন্স নেই। সবই আছে তৃণমূলের। আমরা মনে করছি শান্তনু ঠাকুর কে মারার জন্য ওই বোমাবাজি করা হয়েছে।
6:41 PM, 6 May

পুলিশ সুপার সুনিল চৌধুরীর আচরণ তৃণমূল কর্মীদের মত তিনি গুন্ডা সঙ্গে নিয়ে ভোট কে প্রভাবিত করেছেন বলে অভিযোগ বিজেপির।
6:40 PM, 6 May

রাজ্যের সাতটা লোকসভা কেন্দ্রের প্রায় একশো থেকে দেড়শো বুথে ছাপ্পা ভোট হয়েছে। এই নিয়ে বিস্তারিত রিপোর্ট আমরা কমিশনে পাঠাবো। এবং সেসব জায়গায় পুনঃনির্বাচন চাইব। অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র।
4:27 PM, 6 May

বনগাঁ লোকসভার বনগাঁ দক্ষিণ চৌবেরিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯৬/১১৮/১১৯ বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। পরে প্রার্থী শান্তনু ঠাকুর গিয়ে পোলিং এজেন্টকে বসিয়ে দিয়ে আসেন। প্রার্থী বেরিয়ে আসার পড়েই এলাকায় বোমাবাজি চলছে এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
4:25 PM, 6 May

হাওড়ার মুক্তারাম ডে স্কুলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। বুথের মধ্যে ঢুকে পড়ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী বলা সত্ত্বেও বের হননি। তারপর আক্রান্ত হন হাওড়া তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট চাইল মুখ্য নির্বাচন।
4:24 PM, 6 May

ধনেখালির ঘটনায় এফআইআর করার নির্দেশ প্রিসাইডিং অফিসারকে। কি ঘটনা ঘটেছিল তার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
4:13 PM, 6 May

বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার ৬২.৭৫ শতাংশ। বনগাঁ - ৬১.৬৬ শতাংশ ব্যারাকপুর - ৬১.৬২ শতাংশ হাওড়া - ৫৬.৯০ শতাংশ উলুবেড়িয়া - ৬৭.২০ শতাংশ শ্রীরামপুর - ৬১.৪৬ শতাংশ হুগলি - ৬৪.২১ শতাংশ আরামবাগ - ৬৬.২০ শতাংশ
2:46 PM, 6 May

ঝাড়খণ্ডের রাঁচিতে ভোট দিলেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।
2:00 PM, 6 May

দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৫০.৬৪ শতাংশ। বনগাঁ - ৪৯.৪২ শতাংশ ব্যারাকপুর - ৪৬.২৬ শতাংশ হাওড়া - ৪৫.৯৭ শতাংশ উলুবেড়িয়া - ৫৪.৩৯ শতাংশ শ্রীরামপুর - ৫২.৯৯ শতাংশ হুগলি - ৫১.৬০ শতাংশ আরামবাগ - ৫৩.৮৪ শতাংশ
1:56 PM, 6 May

বনগাঁ লোকসভার স্বরূপনগর বিধানসভা এলাকার চিতুরি ১২১ নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
1:23 PM, 6 May

বনগাঁ লোকসভার অন্তর্গত হরিণঘাটা বিধানসভা এলাকার ২৪৩ নম্বর বুথ ও কল্যাণী বিধানসভার ২২৭ নম্বর বুথে ভোটার যেতে বাঁধা দেওয়া ও মহিলা ভোটারদের মারধর করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
1:22 PM, 6 May

নৌহাটা হিংলিতে বুথ জ্যাম করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রুখে দাঁড়ান বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর।
1:22 PM, 6 May

উলুবেড়িয়া লোকসভার উত্তর জগদীশপুর ২৩৩, ২৩৪ বুথের সিপিএম ক্যাম্প অফিস ভাংচুরের অভিযোগ তৃণমুলের বিরুদ্ধে।
11:44 AM, 6 May

সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৩.৪৭ শতাংশ। বনগাঁ - ৩১.৩৮ শতাংশ ব্যারাকপুর - ৩০.০৩ শতাংশ হাওড়া - ৩১.৪৫ শতাংশ উলুবেড়িয়া - ৩৬.০৭ শতাংশ শ্রীরামপুর - ৩৬.৮৪ শতাংশ হুগলি - ৩৩.৫৫ শতাংশ আরামবাগ - ৩৪.৯৮ শতাংশ
10:41 AM, 6 May

বিহারের ছাপড়ায় ইভিএম ভাঙচুরের অভিযোগ। গ্রেফতার ১।
10:13 AM, 6 May

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৬.৬৮ শতাংশ। বনগাঁ - ১৩.৬৮ শতাংশ ব্যারাকপুর - ১৩.৯৯ শতাংশ হাওড়া - ১৬.১৮ শতাংশ উলুবেড়িয়া - ২০.৫৯ শতাংশ শ্রীরামপুর - ১৭.৪১ শতাংশ হুগলি - ১৫.৭৩ শতাংশ আরামবাগ - ১৯.১৯ শতাংশ
9:16 AM, 6 May

বনগাঁয় তৃণমূল কংগ্রেস কর্মীর বাইক পোড়ানোর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
9:03 AM, 6 May

বনগাঁয় ভোট দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর।
9:02 AM, 6 May

পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তির অভিযোগ, তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষে ব্যারাকপুরের বিজেপি প্রার্খী অর্জুন সিংয়ের মুখ ফেটেছে বলে অভিযোগ।
8:26 AM, 6 May

ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় অশান্তি। তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অশান্তির অভিযোগ করছে।
8:25 AM, 6 May

লখনৌয়ে নিজের ভোটদান করলেন বিএসপি প্রধান মায়াবতী।
8:25 AM, 6 May

লখনৌয়ে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
8:24 AM, 6 May

হাওড়ায় ইভিএম বিভ্রাটের জেরে ভোটগ্রহণ শুরু হওয়ায় কিছুটা দেরি হয়েছে।
8:23 AM, 6 May

জয়পুরে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর।
8:22 AM, 6 May

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহান সস্ত্রীক ভোট দিলেন বিহারের হাজারিবাগের একটি কেন্দ্রে।
8:22 AM, 6 May

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একটি বুথের ছবি। সকাল থেকেই লম্বা লাইন বুথে বুথে।
8:21 AM, 6 May

অযোধ্যায় সকাল থেকেই বুথের বাইরে ভোট দিতে লম্বা লাইন দিয়েছেন সাধারণ মানুষ।
8:20 AM, 6 May

বিহারের সারণের একটি বুথ কেন্দ্রকে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে।
8:15 AM, 6 May

আমেঠির একটি বুথ কেন্দ্রের ছবি। এখানে লড়াই রাহুল গান্ধী ও স্মৃতি ইরানির মধ্যে।
READ MORE

English summary
Lok Sabha Elections 2019 : Live updates of 5th phase voting in 51 seats, 7 in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X