For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দফায় ৯৭টি কেন্দ্রে ভোট, সমস্ত খুঁটিনাটি জেনে নিন একনজরে

দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের মঞ্চ তৈরি রয়েছে। আগামী ১৮ মে ভোট হবে দেশের ৯৭টি লোকসভা কেন্দ্রে।

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের মঞ্চ তৈরি রয়েছে। আগামী ১৮ মে ভোট হবে দেশের ৯৭টি লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রগুলির জন্য মনোনয়ন জমা শুরু হয়েছিল ১৯ মার্চ, শেষ হয় ২৬ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল ২৯ মার্চ। ইতিমধ্যে দেশের ৯১টি কেন্দ্রে প্রথম দফায় নির্বাচন হয়ে গিয়েছে। এবার পালা দ্বিতীয় দফার। সবশেষে ২৩ মে ফলাফল ঘোষণা হবে। একনজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় দফার নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি তথ্য।

দ্বিতীয় দফায় কোন রাজ্যে কত আসনে ভোট

দ্বিতীয় দফায় কোন রাজ্যে কত আসনে ভোট

কর্ণাটকে ১৪টি আসনে, তামিলনাড়ুতে ৩৯টি আসনে, মহারাষ্ট্রে ১০টি আসনে, উত্তরপ্রদেশে ৮টি আসনে, অসমে ৫টি আসনে, বিহারে ৫টি আসনে, ওড়িশায় ৫টি আসনে, ছত্তিশগড়ে ৩টি আসনে, পশ্চিমবঙ্গে ৩টি আসনে, জম্মু ও কাশ্মীরে ২টি আসনে, মণিপুর, পণ্ডীচেরি ও ত্রিপুরার একটি করে আসনে ভোট হবে।

 বাংলা ও ত্রিপুরার কোথায় ভোট

বাংলা ও ত্রিপুরার কোথায় ভোট

বাংলায় উত্তরবঙ্গের তিনটি আসন জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে আগামী বৃহস্পতিবার ভোট হবে। এছাড়া ত্রিপুরা পশ্চিমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্য রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র

অন্য রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র

কর্ণাটকে হাসান, টুমকুর, মাণ্ডিয়া, মাইসোর, বেঙ্গালুরু উত্তর, দক্ষিণ ও সেন্ট্রালে ভোট হবে।

তামিলনাড়ুর চেন্নাই উত্তর ও দক্ষিণ, সালেম, তিরুপুর, কোয়েম্বাটুর, মাদুরাই, নাগাপট্টিনম, কন্যাকুমারীতে ভোট হবে।

মহারাষ্ট্রের বীড়, লাতুর, সোলাপুর, উত্তরপ্রদেশের আলিগড়, মথুরা, আগ্রা, ফতেপুর সিক্রিতে ভোট হবে।

অসমে করিমগঞ্জ, শিলচর, নওগংয়ে ভোট হবে। বিহারের কিষাণগঞ্জ, কাটিহার, পুর্ণিয়া, ভাগলপুরে ভোট হবে। ওড়িশায় সুন্দরগড়, বোলানগীর, আস্কায় ভোট হবে।

ছত্তিশগড়ের রাজনন্দগাঁও, কাঁকের, কাশ্মীরের শ্রীনগর, উধমপুর, মণিপুরের অভ্যন্তরীণ মণিপুরে ভোট হবে আগামী বৃহস্পতিবার।

English summary
Lok Sabha Elections 2019 : Know about 2nd phase voting on 18th April in detail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X