For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE বাবরি মসজিদ মামলায় ষড়যন্ত্রের অভিযোগে বেকসুর খালাস সকলেই

  • By
  • |
Google Oneindia Bengali News

বিশেষ সিবিআই আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দেবে বুধবার। ১৯৯২ সালে এই ঘটনা ঘটেছিল। যার পর ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকাংশে পাল্টে গিয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের পরই রক্তক্ষয়ী দাঙ্গা হয় যার ফলে ২ হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছিল। সেই মামলায় অনেক হেভিওয়েটদের নাম জড়িত। এদিন আদালত কী জানায় তার ওপর অনেককিছু নির্ভর করছে। একনজরে দেখে নিন সমস্ত আপডেট।

LIVE বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ের লাইভ আপডেট

Newest First Oldest First
1:41 PM, 30 Sep

বাবরি মসজিদ মামলার এই রায় অযোধ্যায় মন্দির তৈরির প্রতিশ্রুতি রক্ষ করতে পারল বিজেপি। প্রতিক্রিয়া এলকে আদবানীর
1:40 PM, 30 Sep

ঐতিহাসিক রায় দিয়েছে সিবিআইয়ের স্পেশাল কোর্ট, রাম মন্দির তৈরি আনন্দ দ্বিগুণ হয়ে গেল, প্রতিক্রিয়া মুরলী মনোহর যোশীর
1:05 PM, 30 Sep

দেরিতে হলেও সত্য উদ্ঘাটন হয়েছে প্রতিক্রিয়া রাজনাথ সিংয়ের।
1:02 PM, 30 Sep

মোদী-শাহের রাজত্বে যা হওয়ার তাই হচ্ছে। মোদী-শাহ নিজেরাই ছাড়া পেয়ে যাচ্ছেন, ফলে বাকীরা তো ছাড়া পাবেন। স্পষ্ট হয়ে যাচ্ছে, সরকার যা চাইছে সেই পথেই রায় বেরোচ্ছে। এতে দেশের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। জ্য়োতি বসু এই ঘটনার পর বর্বরের দল বলে মন্তব্য করেছিলেন। প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর
1:02 PM, 30 Sep

মোদী-শাহের রাজত্বে যা হওয়ার তাই হচ্ছে। মোদী-শাহ নিজেরাই ছাড়া পেয়ে যাচ্ছেন, ফলে বাকীরা তো ছাড়া পাবেন। স্পষ্ট হয়ে যাচ্ছে, সরকার যা চাইছে সেই পথেই রায় বেরোচ্ছে। এতে দেশের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। জ্য়োতি বসু এই ঘটনার পর বর্বরের দল বলে মন্তব্য করেছিলেন। প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর
12:50 PM, 30 Sep

মামলার রায় শোনার পর এলকে আদবানীর বাড়ি গেলেন রবি শঙ্কর প্রসাদ
12:24 PM, 30 Sep

বাবরি মাসজিদ মামলায় বেকসুর খালাস সকলেই
12:11 PM, 30 Sep

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রায়দানে যোগ দিলেন এলকে আদবানী ও মুরলী মনোহর যোশী
11:56 AM, 30 Sep

কোর্টের ১৮ নম্বর রুমে হবে রায়। অভিযুক্তদের মধ্যে মাত্র ৫ জনকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
11:47 AM, 30 Sep

২০০০ পাতার রায় ঘোষণা করতে শুরু করলেন বিচারক এসকে যাদব
11:36 AM, 30 Sep

লখনউ হাইকোর্ট সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে
11:22 AM, 30 Sep

রায়দানে এজলাসে অনুপস্থিত থাকছেন ৬ অভিযুক্ত
11:09 AM, 30 Sep

সিবিআইয়ের বিশেষ কোর্টে পৌঁছলেন বিনয় কাটারিয়া ও রাম বিলাস বেদান্তি
10:46 AM, 30 Sep

শুরু হতে চলেছে বাবরি মসজিদ মামলার রায়দান
10:28 AM, 30 Sep

অযোধ্যা রায় ঘোষণার পর এই রায়ের আর কোনও মূল্য নেই বলে জানিয়েছে সঞ্জয় রাউত
10:27 AM, 30 Sep

বাবরি রায়ের জন্য অপেক্ষা করছি বললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত
9:51 AM, 30 Sep

সরকারের চাপে তদন্ত করেছে সিবিআই, বাবরি মসজিদ রায়দানের আগে আক্রমণ সাক্ষী মহারাজের আইনজীবীর
9:19 AM, 30 Sep

উত্তর প্রদেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট
9:19 AM, 30 Sep

বাবরি মসজিদ মামলার রায়দানের আগে ব়্যাফ মোতায়েন অযোধ্যায়।
7:52 AM, 30 Sep

লখনইয়ের বিশেষ সিবিআই কোর্টে শুরু হয়ে গিয়েছে রায়দানের প্রস্তুতি
7:51 AM, 30 Sep

আজ আদালতে থাকবেন না মামলার অন্যতম অভিযুক্ত এলকে আদবানী, উমা ভারতী এবং মুরলী মনোহর যোশীরা
7:31 AM, 30 Sep

আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলেছে বাবরি মসজিদ মামলার রায়দান
2:06 AM, 30 Sep

২০১৭ সালে সুপ্রিম কোর্ট হাইপ্রোফাইল নেতানেত্রীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা প্রত্যাহারে সম্মতি জানায়নি। এরপরে ডেডলাইন বাড়তে বাড়তে অবশেষে বুধবার মামলার রায় সামনে আসতে চলেছে।
2:06 AM, 30 Sep

২০০৫ সালে চার্জ গঠন হয় ও ৫৭ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়।
2:06 AM, 30 Sep

এই দুটি এফআইআরের পরে আরও ৪৫টি এফআইআর দায়ের হয়েছিল। ১৯৯৩ সালের ৮ জুলাই রায় বরেলিতে বিশেষ সিবিআই আদালত বসানো হয়।
2:06 AM, 30 Sep

আর একটি এফআইআরে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীর নাম ছিল। এরা সকলে সেদিন মসজিদ ধ্বংসের সময় উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়। তার আগে আডবাণী মসজিদের জায়গায় মন্দির চেয়ে প্রচার চালান।
2:06 AM, 30 Sep

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর করসেবকদের নামে অযোধ্যায় এফআইআর দায়ের হয়।

English summary
LIVE Updates of CBI Court Verdict on Babri Masjid Demolition in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X