For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে ১০০টির বেশি আসনে বিজেপি এগিয়ে, সংসদে ঢোকার মুখে ভিকট্রি সাইন দেখালেন মোদী

গুজরাতে এবার ১৮২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। বলতে গেলে বহুদিন পরে এই রাজ্যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

জোরকদমে চলছে গুজরাত বিধানসভা নির্বাচন ২০১৭-র ভোট গণনা। মোট ১৮২ টি আসনে এবার দু'দফায় ভোট গ্রহণ হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাতে এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে। তার পাশাপাশি রাহুল গান্ধী দু'দিন আগেই কংগ্রেসের সভাপতি হয়েছেন আনুষ্ঠানিক ভাবে। একদিকে এই ভোট যেমন নরেন্দ্র মোদীর কাছে সম্মানের লড়াই। একই কথা খাটে রাহুলের ক্ষেত্রেও। গুজরাতে কংগ্রেস শোচনীয়ভাবে ধরাশায়ী হলে তার প্রভাব রাহুলের সভাপতি কেরিয়ারে ছাপ ফেলবেই। ফলে মোদী ও রাহুল দুজনেই চাইবেন গুজরাতে শেষ হাসি হাসতে।

মিনিটে মিনিটে পান গুজরাত নির্বাচনে ভোট গণনার আপডেট

ভোট গণনার সমস্ত আপডেট পান এখানে

সকাল ১১টা ৫৩ মিনিট : ভাদগমে কংগ্রেস সমর্থিত দলিত নেতা জিগনেশ মেওয়ানি এগিয়ে ২০ হাজারের বেশি ভোটে।

সকাল ১১টা ৪৩ মিনিট : নির্বাচন কমিশন জানাচ্ছে, বিজেপি এগিয়ে ১০৫টি আসনে, কংগ্রেস ৬৯টি আসনে, ভারতীয় ট্রাইবাল পার্টি ২টি আসনে, এনসিপি ১টি আসনে ও নির্দল প্রার্থীরা এগিয়ে ৪টি আসনে।

সকাল ১১টা ৩৮ মিনিট : গুজরাতে নোটায় ভোট পড়েছে ১.৯ শতাংশ। মোট ভোট ২ লক্ষ ৮৬ হাজার ৯৮৮টি।

সকাল ১১টা ৩৫ মিনিট : বিজেপির লিড আপাতত ১০৫টি আসনে। কংগ্রেস এগিয়ে ৭২টি আসনে। সুরাটে রাস্তায় নেমে বিজয় মিছিল বিজেপি কর্মীদের।

সকাল ১১টা ২০ মিনিট : গুজরাত ও হিমাচলে বিজেপির জয়ের ছবি স্পষ্ট হতেই দিল্লিতে সদর দফতরের সামনে দলীয় কর্মীরা উচ্ছ্বাসে মেতেছেন।

সকাল ১১টা ০৫ মিনিট : রাজকোট পশ্চিমে জয় ধরে রাখলেন বিজেপির মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

সকাল ১০টা ৫৫ মিনিট : গুজরাত ও হিমাচলে জয় নিশ্চিত বুঝতে পেরে সংসদে ঢোকার মুখে বাইরে দাঁড়িয়েই ভিকট্রি সাইন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল ১০ টা ৫২ মিনিট : গুজরাত ও হিমাচলপ্রদেশ দুই জায়গাতেই সরকার গড়ব। সংসদের বাইরে দাঁড়িয়ে গর্বিত ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের।

সকাল ১০টা ৪৬ মিনিট : দলিত নেতা জিগনেশ মেওয়ানি ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

সকাল ১০টা ৩৮ মিনিট : আহমেদাবাদে এল্লিসব্রিজ বিধানসভা আসনে জয়লাভ বিজেপির।

সকাল ১০টা ৩০ মিনিট : গুজরাতে আরও লিড বাড়িয়ে নিল বিজেপি। আপাতত ১০৩ আসনে এগিয়ে নরেন্দ্র মোদীর দল। কংগ্রেস এগিয়ে ৭৮টি আসনে।

সকাল ১০টা ২০ মিনিট : বিজেপি গুজরাতে ভালো ফলের ইঙ্গিত দিতেই সেনসেক্স ১০০ পয়েন্ট উপরে উঠল। আপাতত বিজেপি এগিয়ে ১০০টির বেশি আসনে যা ম্যাজিক ফিগার ৯২টি আসন সংখ্যার চেয়ে কিছুটা বেশি।

সকাল ১০ টা ১৩ মিনিট : সুরাতে পতিদার এলাকায় ভালো ফল বিজেপির। সৌরাষ্ট্রে পতিদার এলাকায় ভালো ফল করেছে কংগ্রেস।

সকাল ১০টা ০৫ মিনিট : মেহসানায় নিজের কেন্দ্রে এবার পিছিয়ে পড়লেন উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল।

সকাল ৯টা ৫৫ মিনিট : গুজরাতে ১০০টির বেশি আসনে এগিয়ে গেল বিজেপি। কংগ্রেস এগিয়ে ৭৫টির বেশি আসনে।

সকাল ৯টা ৩৮ মিনিট : রাজকোট পশ্চিমে এবার এগিয়ে গেলেন বিজয় রূপানি। ব্যবধান ১৮০০ ভোটের।

সকাল ৯টা ৩০ মিনিট : ফের কিছুটা এগিয়ে গেল বিজেপি। শহরাঞ্চলে বিজেপির দাপট বেশি। বিজেপি আপাতত এগিয়ে ৯৫টি আসনে। কংগ্রেস এগিয়ে ৮২টি আসনে।

সকাল ৯টা ২৫ মিনিট : বিজেপির পিছিয়ে পড়ার খবরে ইন্দ্রপতন শেয়ার বাজারে। সেনসেক্স পড়ল ৬০০ পয়েন্টের বেশি। এই মুহূর্তে সেনসেক্স ৩২, ৮৬২ পয়েন্ট। নিফটি ১০, ১৩৪ পয়েন্টে রয়েছে।

সকাল ৯টা ২০ মিনিট : রাজকোট পশ্চিম থেকে ৮০০ ভোটে পিছিয়ে পড়লেন বিজেপি মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

সকাল ৯টা ১২ মিনিট : গুজরাতে লিড কংগ্রেসের। পিছিয়ে পড়ল বিজেপি। কংগ্রেস এগিয়ে ৮৬টি আসনে। বিজেপি এগিয়ে ৭৪টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে।

সকাল ৯টা ০৭ মিনিট : ফাইটব্যাক কংগ্রেসের। ব্যবধান অনেকটা কমানো গিয়েছে। বিজেপি এগিয়ে ৭৯টি আসনে। কংগ্রেস এগিয়ে ৭০টি আসনে।

সকাল ৯টা ০৫ মিনিট : কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল কচ্ছের মাণ্ডবী থেকে ১৩০০ ভোটে পিছিয়ে রয়েছেন।

সকাল ৮টা ৫০ মিনিট : ৮০টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৫৫টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে।

সকাল ৮টা ৪৫ মিনিট : ক্রমশ লিড বাড়ছে বিজেপির। এখন এগিয়ে ৭৬টি আসনে। কংগ্রেস এগিয়ে ৫২টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে।

সকাল ৮টা ৪০ মিনিট : নিজের কেন্দ্রে এগিয়ে শুরু করেছেন দলিত নেতা জিগনেশ মেওয়ানি।

সকাল ৮টা ৩৭ মিনিট : রাজকোট পশ্চিমে প্রাথমিক ভোটগণনায় এগিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

সকাল ৮টা ৩৩ মিনিট : প্রথম আধ ঘণ্টার ভোটগণনায় বিজেপি এগিয়ে ৪৫টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ২৫টি আসনে। অন্যান্যরা এখনও কোনও কেন্দ্রে এগোতে পারেনি।

সকাল ৮টা ৩০ মিনিট : ভদোদরায় একটি গণনা কেন্দ্রের ভিতরে সকলে ব্যস্ত। জোরকদমে চলছে ভোটগণনা।

সকাল ৮টা ২৫ মিনিট : গুজরাতে শুরুতেই এগিয়ে বিজেপি। তবে ফারাক খুব বেশি নয় কংগ্রেসের সঙ্গে। ৩৫টি আসনে এগিয়ে শুরু করেছে বিজেপি। ২৪টিতে লিড কংগ্রেসের।

সকাল ৮টা ১৫ মিনিট : ভোট গণনা উপলক্ষ্যে গুজরাতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিশ্চিত করলেন সুরাটের পুলিশ কমিশনার সতীশ কুমার শর্মা।

সকাল ৮টা ০৫ মিনিট : গুজরাতে শুরু ভোট গণনা।

সকাল ৭টা ৫৫ মিনিট : দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ির বাইরে জয় প্রার্থনা করে শুরু যজ্ঞ।

সকাল ৭টা ৪৫ মিনিট : গুজরাতে মোট ৩৭টি কেন্দ্রে ভোটগণনা হচ্ছে।

সকাল ৭টা ১৫ মিনিট : ভোটগণনা শুরু হবে সকাল ৮টা থেকে। তার আগে সুরাটের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভোট গণনা কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা।

সকাল ৭টা : ভদোদরায় একটি গণনা কেন্দ্রের বাইরে ভোর থেকেই উৎসাহী মানুষের ভিড় জমতে শুরু করেছে।

গুজরাতের বুথ ফেরত সমীক্ষায় প্রতিটি সংস্থাই বিজেপিকে এগিয়ে রেখেছে। টানা ২২ বছর গুজরাতে সরকার দখলের পর ফের আরও পাঁচ বছরের জন্য বিজেপির হাতেই রাজ্যের মানুষ ক্ষমতা তুলে দিতে আগ্রহী। এমনটাই বলা হচ্ছে। নরেন্দ্র মোদী ম্যাজিক এখনও অটুট গুজরাতে, সব সমীক্ষা সেরকমই ইঙ্গিত করছে।

মিনিটে মিনিটে পান গুজরাত নির্বাচনে ভোট গণনার আপডেট

২০১২ সালের বিধানসভা ভোটেও প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজ করেছিল বলে রব তোলা হয়েছিল। কংগ্রেসের সেবছরও ক্ষমতায় আসা নিয়ে আলোচনা হয়েছিল। তবে ঘটনা হল, নরেন্দ্র মোদীর জাদুতে হাওয়া বিজেপির পক্ষেই ছিল। তারপরে এবার ফের কংগ্রেসকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে হচ্ছিল। বিশেষ করে পিছিয়ে পড়া বর্গ, পতিদার সহ একাধিক সংগঠনের সঙ্গে কংগ্রেস জোট বাধার পরে বিরোধী পালে হাওয়া লেগেছিল। তবে বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের কোনও আশা দেখা যাচ্ছে না। ২০১২ সালের বিজেপি ১১৫টি ও কংগ্রেস ৬১টি আসন পেয়েছিল। এবার সেই আসন কংগ্রেস ধরে রাখতে পারে কিনা সেটাই চ্যালেঞ্জ বলে অমেক সমীক্ষা মনে করছে।

মিনিটে মিনিটে পান গুজরাত নির্বাচনে ভোট গণনার আপডেট

২০১২ সালের ভোট শেয়ার অনুযায়ী বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। ৪৭.৮ শতাংশ ভোট শেয়ার রয়েছে মোদীর দলের। সেখানে কংগ্রেসের ভোট শেয়ার ৩৮.৮ শতাংশ। এতে সামান্য ফাটল ধরাতে পারলেও কংগ্রেস কতগুলি আসন জিততে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। শেষ লড়াইয়ে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মিনিটে মিনিটে পান গুজরাত নির্বাচনে ভোট গণনার আপডেট

English summary
Gujarat has 182 assembly seats. This time the election has been happened in two phase in this state. 18 December is the counting day as declared by the Election Commission.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X