For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE মহাকাশে পাড়ি চন্দ্রযান ২ এর, ইতিহাসে নাম তুলে ফেলল ভারত

ভারতের আগে মাত্র তিনটি দেশ এর আগে চাঁদে রোভার পাঠাতে পেরেছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন।

  • |
Google Oneindia Bengali News

ভারতের আগে মাত্র তিনটি দেশ এর আগে চাঁদে রোভার পাঠাতে পেরেছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন। ভারত চতুর্থ দেশ হিসাবে এই কীর্তি স্থাপন করে রেকর্ড বুকে নাম তুলতে চলেছে। এদিন উৎক্ষেপণের পর আগামী সেপ্টেম্বর মাস নাগাদ চাঁদের মাটি ছোঁবে ল্যান্ডার বিক্রম। যার মধ্যে থেকে বেরিয়ে আসবে রোভার বিক্রম। এই সংক্রান্ত সমস্ত আপডেট দেখে নিন একনজরে।

LIVE বাধা কাটিয়ে মহাকাশে পাড়ি দিল চন্দ্রযান ২

লাইভ সম্প্রচার

Newest First Oldest First
3:15 PM, 22 Jul

৪৮ দিনের এই অভিযান শুরু হল আজ থেকে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। এই কক্ষপথ পাড়ি দিয়ে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ২।
3:10 PM, 22 Jul

সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন ইসরোর চেয়ারম্যান কে সিভান। ঐতিহাসিক এই ঘটনায় গর্বিত গোটা ভারতবর্ষ।
3:08 PM, 22 Jul

ইসরোর এই সাফল্যের দিনে বিজ্ঞানীদের ধন্যবাদ ও অভিনন্দন জানালেন চেয়ারম্যান কে সিভান।
3:07 PM, 22 Jul

জিএসএলভি মার্ক ৩ থেকে চন্দ্রযান ২ কে মহাকাশে সফলভাবে ছাড়া হচ্ছে। ইসরো প্রকাশ করল বিরল ছবি।
2:58 PM, 22 Jul

জিএসএলভি এমকে ৩ রকেট যাতে চেপে মহাকাশে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান ২, তা প্রবল গতিতে মহাকাশের পথে এগিয়ে চলেছে। ৪৪ মিটার দীর্ঘ এই রকেটটি ভারতের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী ও সর্বাধুনিক রকেট।
2:51 PM, 22 Jul

দেখুন কীভাবে মহাকাশে পাড়ি দিল চন্দ্রযান ২। একনজরে ইতিহাস ছুঁয়ে দেখার ভিডিও।
2:50 PM, 22 Jul

এল-১০ এর ইগনিশন হয়েছে এবং এস ২০০ আলাদা হয়ে গিয়েছে। নির্বিঘ্নেই তা সম্পন্ন হয়েছে। যদিও শ্রীহরিকোটায় আকাশ মেঘলা ছিল এদিন।
2:47 PM, 22 Jul

কোনও ত্রুটি নেই। একেবারে নির্বিঘ্নে মহাকাশে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল চন্দ্রযান ২।
2:44 PM, 22 Jul

চাঁদের উদ্দেশ্যে যাত্রা করল চন্দ্রযান ২। ইতিহাসে নাম লেখাল ভারত।
2:43 PM, 22 Jul

আর এক মিনিটেরও কম সময়ে উড়ে যাবে চন্দ্রযান ২।
2:43 PM, 22 Jul

চন্দ্রযানে বসানো রয়েছে ক্যামেরা। ফলে কীভাবে তা উড়ে যাচ্ছে তা একেবারে কেন্দ্রস্থল থেকে প্রত্যক্ষ করা যাবে।
2:40 PM, 22 Jul

সবুজ সঙ্কেত দিয়ে দিলেন মিশনের ডিরেক্টর। এবার কয়েক মিনিটেই তৈরি হতে চলেছে ইতিহাস।
2:24 PM, 22 Jul

আজ কিছুক্ষণের মধ্যেই মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান ২ মিশনের ল্যান্ডার বিক্রম। চলছে অপেক্ষার প্রহর গোনা।
10:29 AM, 22 Jul

আর পাঁচ ঘণ্টারও কম সময় বাকী রয়েছে চন্দ্রযান ২ মহাকাশে প্রেরণের। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
9:11 AM, 22 Jul

এতে থাকবে একটি 'অরবিটার'। যা চাঁদের বিভিন্ন কক্ষপথে থেকে প্রদক্ষিণ করবে।
9:11 AM, 22 Jul

এদিন সোমবার দুপুর ২টো ৪০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান ২ এর জিএসএলভি-মার্ক-৩ রকেট।

English summary
LIVE Chandrayaan 2 : ISRO's second launch today, Get all the updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X